England vs Afghanistan: ইংল্যান্ডের বিরুদ্ধে জয়কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ রশিদ খানের

রবিবার ওডিআই বিশ্বকাপে চমকপ্রদ ফল হল আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে। সহজেই গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান।

রবিবার ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়কে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের প্রতি উৎসর্গ করলেন অলরাউন্ডার রশিদ খান। তিনি বলেছেন, 'আফগানিস্তানের মানুষের আনন্দের একমাত্র উৎস হল ক্রিকেট। সম্প্রতি আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। অনেকেই সবকিছু হারিয়েছেন। আমাদের এই জয় তাঁদের কিছুটা আনন্দ দেবে। আমাদের এই জয় তাঁদের জন্যই।' ম্যাচের সেরা নির্বাচিত হওয়া মুজিব-উর-রহমানও এই পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করেছেন। মুজিব বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে এসে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিতে পেরে প্রচণ্ড গর্ব হচ্ছে। আমরা এত বড় দলকে হারিয়ে দিলাম। আমরা এই সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছি। দলের সবার জন্য সত্যিই গর্ব হচ্ছে। আমি ম্যাচের সেরার পুরস্কার দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করছি।’

মুজিব আরও বলেছেন, 'আমাদের বোলার ও ব্যাটাররা অসাধারণ পারফরম্যান্স দেখাল। একজন স্পিনার হিসেবে পাওয়ার প্লে-তে বোলিং করা বেশ কঠিন। কারণ, ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকে। আমি পাওয়ার প্লে-তে ভালো বোলিং করার জন্য নেটে অনুশীলন করছি। নতুন বলে বোলিং করছি এবং যতটা সম্ভব ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করছি। এটাই আমাকে আরও কার্যকর করে তুলেছে। আমি সবসময় স্টাম্পে বল রাখার চেষ্টা করি। আমরা জানতাম, ম্যাচের শেষদিকে শিশির পড়তে পারে এবং ম্যাচে তার প্রভাব পড়তে পারে। সেই কারণেই আমি অধিনায়ককে বলেছিলাম, আমাকে পাওয়ার প্লে-তে বোলিং করার সুযোগ দেওয়া হোক। আমরা মানসিকভাবে তৈরি ছিলাম।'

Latest Videos

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ২৮ রান করার পর বোলিং করার সময় ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন মুজিব। নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড়রা সবসময় ভালো পারফরম্যান্স দেখানোর জন্য চেষ্টা করছে। নেটে অনুশীলন করার সময় টিম ম্যানেজমেন্ট সবসময় আমাকে আত্মবিশ্বাস জোগায়।’

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৫৭ বলে ৮০ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ইকরাম আলিখিল করেন ৫৮ রান। রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৬৬ রান করেন হ্যারি ব্রুক।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় পাওয়ার পর আফগানিস্তানের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন-

England vs Afghanistan: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় আফগানিস্তানের

Team India: বৃহস্পতিবার সামনে বাংলাদেশ, পুণে পৌঁছে গেলেন রোহিত-বিরাটরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury