World Cup Final: অস্ট্রেলিয়ার পরিকল্পনা সফল, বিশ্বকাপ ফাইনালে ভারতের ব্যাটিং বিপর্যয়

Published : Nov 19, 2023, 06:04 PM ISTUpdated : Nov 19, 2023, 06:36 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে পারল না ভারতীয় দল। এবারের ওডিআই বিশ্বকাপে এই ম্যাচেই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখাল ভারতের ব্যাটিং লাইনআপ।

ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় দল। বিরাট কোহলি ও কে এল রাহুলের অর্ধশতরান, অধিনায়ক রোহিত শর্মার ঝোড়ো ইনিংস সত্ত্বেও ২৪০ রানে অলআউট হয়ে গেল গেল ভারত। ৫০ ওভারের ম্যাচে ২৪১ রানের টার্গেট অস্ট্রেলিয়ার মতো দলের কাছে বড় কিছু নয়। ৫ বারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের গভীরতা রীতিমতো ঈর্ষণীয়। তবে এবারের ওডিআই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রান করার পর ১০০ রানে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচের মতো যদি বোলিং হয়, তাহলে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে ভারত। না হলে অস্ট্রেলিয়া ষষ্ঠ খেতাব জিতবে।

বিরাট-রাহুলের লড়াই

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ ফাইনালে লক্ষাধিক দর্শকের সামনে খেলার চাপ সত্ত্বেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুটা খারাপ করেনি ভারত। রোহিতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি বড় স্কোরের জন্য তৈরি। কিন্তু অপর ওপেনার শুবমান গিল ছন্দে ছিলেন না। ম্যাচের পঞ্চম ওভারেই আউট হয়ে যান এই তরুণ ব্যাটার। তিনি করেন মাত্র ৪ রান। এরপর বিরাট ও রোহিতের জুটিতে যোগ হয় ৪৬ রান। ৩১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান রোহিত। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। গ্লেন ম্যাক্সওয়েলের বলে অসাধারণ ক্যাচ নিয়ে ভারতের অধিনায়ককে ফেরান ট্রেভিস হেড। পরপর ২ ম্যাচে শতরান করা শ্রেয়াস আইয়ার ৪ বল খেলে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান। ৬৩ বলে ৫৪ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ১০৭ বলে ৬৬ রান করেন রাহুল। তাঁর ইনিংসে ছিল মাত্র ১টি বাউন্ডারি। অপর প্রান্তে পরপর উইকেট পড়তে দেখে ধৈর্য ধরে ব্যাটিং করেন রাহুল। কিন্তু তিনি বিরাটের পর সেভাবে আর কারও সাহায্য পেলেন না। ৯ রান করেই আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। ১৮ রান করেন সূর্যকুমার যাদব। মহম্মদ শামি করেন ৬ রান। জসপ্রীত বুমরা করেন ১ রান। ১০ রান করেন কুলদীপ যাদব। ৯ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিং

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে গতি ও বাউন্স কম দেখে প্রথম পাওয়ার প্লে-তেই ম্যাক্সওয়েলকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিকল্পনা সফলও হয়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন কামিন্স। ৬০ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাডেলউড। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাক্সওয়েল। ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

World Cup Final: 'ফ্রি প্যালেস্টাইন' বার্তা দিয়ে মাঠে নেমে বিরাটকে আলিঙ্গন, বিশ্বকাপ ফাইনালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গায়ে কাঁটা দেওয়া মুহুর্ত! স্টেডিয়ামে ১লক্ষ দর্শকের কন্ঠে গমগম করে উঠল জন-গণ-মন অধিনায়ক- দেখুন ভিডিও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে