সংক্ষিপ্ত

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনালে চলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

ওডিআই বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। ম্যাচ চলাকালীন একজন মাঠে নেমে বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন। তাঁর পরনে ছিল 'ফ্রি প্যালেস্টাইন' লেখা টি-শার্ট। হাতে ছিল পতাকা। টি-শার্টের সামনে লেখা, 'প্যালেস্টাইনে বোমাবর্ষণ বন্ধ হোক।' এই ঘটনায় হতবাক হয়ে যান বিরাট। দর্শকরাও এই ঘটনায় হতচকিত হয়ে যান। নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘন করে ওই ব্যক্তি কীভাবে মাঠে নেমে বিরাটের কাছে পৌঁছে গেলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এরকম টি-শার্ট পরে এবং প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওই ব্যক্তি কীভাবে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি পেলেন, সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

গ্রেফতার প্যালেস্টাইন সমর্থক

ওডিআই বিশ্বকাপ ফাইনালে হামলা চালানোর হুমকি দিয়েছিল খালিস্তানপন্থী জঙ্গি সংগঠন 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন। সে দাবি করে, গাজা আক্রমণে ইজরায়েলকে সাহায্য করছে ভারত। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বন্ধ করে দেওয়া, এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দেয় খালিস্তানপন্থী জঙ্গি নেতা। এই হুমকির পরিপ্রেক্ষিতে আমেদাবাদে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। কিন্তু তারপরেও মাঠে ঢুকে পড়ল এক ব্যক্তি। সে সারা বিশ্বের সামনে রাজনৈতিক বার্তাও দিল। এই ঘটনায় আমেদাবাদ পুলিশের মুখ পুড়ল। বিশ্বকাপের আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আমেদাবাদ পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য সাধিত হয়েছে। সে যে লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রবেশ করেছিল তা সফল হয়েছে। এরকম বড়মাপের খেলার আসরে নিরাপত্তাব্যবস্থায় যে ফাঁক রয়েছে, সেটা দেখিয়ে দিল ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও, ছবি। প্যালেস্টাইনের সমর্থকরা এই ঘটনায় উল্লাস প্রকাশ করছেন। ইজরায়েলের সমর্থকরা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন।

 

 

বিরাটের অসাধারণ ইনিংস

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল যখনই বিপদে পড়েছে, তখনই অসাধারণ ব্যাটিং করেছেন বিরাট। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ব্যতিক্রম হল না। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৩ বলে ৫৪ রান করলেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। ধৈর্য ধরে ব্যাটিং করছিলেন বিরাট। তাঁর শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকা দরকার ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান বিরাট। তিনি আউট হয়ে যাওয়ায় ধাক্কা খায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় স্কোর করতে না পারলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গায়ে কাঁটা দেওয়া মুহুর্ত! স্টেডিয়ামে ১লক্ষ দর্শকের কন্ঠে গমগম করে উঠল জন-গণ-মন অধিনায়ক- দেখুন ভিডিও

Watch Video: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের আগে কেমন হল বায়ু সেনার এয়ার শো? দেখুন ভিডিও

World Cup Final 2023: ম্যাচ শুরুর আগেই আমেদাবাদে ক্রিকেটপ্রেমীদের জয়োল্লাস