Ajay Jadeja: ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টর হলেন অজয় জাদেজা

বৃহস্পতিবার শুরু হয়ে যাচ্ছে ওডিআই বিশ্বকাপ। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ১০টি দল। যেহেতু ভারতের মাটিতে খেলা, সেই কারণে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য নিচ্ছে আফগানিস্তান দল।

এবারের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ খানদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করবেন জাদেজা। তাঁর অভিজ্ঞতার মাধ্যমে আফগানিস্তানের ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স দেখাতে সাহায্য করবেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের ভরসা ছিলেন জাদেজা। মিডল অর্ডারে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে জাদেজার জুটি ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করেন জাদেজা। তাঁর সামনে অসহায় দেখায় পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসকে। সেই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঠাঁই পেয়েছে। এবার সেই জাদেজাই আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন।

ভারতীয় দলের হয়ে ১৯৯২ থেকে ২০০০ সালের মধ্যে ১৫টি টেস্ট ম্যাচ এবং ১৯৬টি ওডিআই ম্যাচ খেলেন জাদেজা। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি তাঁর সম্পদ ছিল ফিল্ডিং। সেই সময় ভারতের সেরা ২ ফিল্ডার ছিলেন আজহার ও জাদেজা। ওডিআই ফর্ম্যাটে ৩৭.৪৭ গড়ে ৫,৩৫৯ রান করেন জাদেজা। তিনি ৬টি শতরান ও ৩০টি অর্ধশতরান করেন। টেস্টে অবশ্য খুব একটা সাফল্য পাননি জাদেজা। তাঁর সর্বাধিক স্কোর ৯৬। টেস্টে মোট ৪টি অর্ধশতরান করেন জাদেজা।

Latest Videos

টি-২০ ফর্ম্যাট তখনও চালু হয়নি। ফলে খেলার সুযোগ পাননি জাদেজা। তবে ওডিআই ফর্ম্যাটে তিনি ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন। সেই অভিজ্ঞতা আফগানিস্তানের ক্রিকেটারদের কাজে লাগবে। ভারতের মাটিতে ওডিআই ফর্ম্যাটে কীভাবে খেলা উচিত, সেটা ভালোভাবেই জানেন জাদেজা। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি আফগানিস্তান দল। তবে এবার আইপিএল-এ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া রহমানউল্লাহ গুরবাজ, মহম্মদ নবিরা। ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। এই ম্যাচ হবে ধরমশালায়। 

প্রায় আড়াই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও, মাঠ থেকে দূরে নেই জাদেজা। ২০১৫ সালে তাঁকে দিল্লি ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়। যদিও তিনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায় জাদেজাকে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানেও বিশেষজ্ঞ হিসেবে দেখা গিয়েছে জাদেজাকে। ফলে তিনি আধুনিক ক্রিকেটের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণেই জাদেজাকে নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন-

ODI World Cup Astro prediction: কোন দেশ জিতবে ক্রিকেট বিশ্বকাপ? জানুন কী বলছে জ্যোতিষশাস্ত্র

Asian Games 2023: যশস্বীর ঝড়ে উড়ে গেল নেপাল, সেমিফাইনালে পৌঁছাল ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury