শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের পথে অনেকটা এগিয়ে গেল নিউজিল্যান্ড। লিগ পর্যায় থেকেই পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ের পর পয়েন্ট তালিকা যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত অসম্ভব। শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করলে অন্তত ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে বাবর আজমদের। ৩০০ রান করলে ইংল্যান্ডকে ১৩ রানে অলআউট করে দিতে হবে। যা কার্যত অসম্ভব। পাকিস্তান যদি প্রথমে ফিল্ডিং করে, তাহলে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা আরও কম। ইংল্যান্ডকে যদি ১০০ রানেও অলআউট করে দেয় পাকিস্তান, তাহলে ২.৫ ওভারের মধ্যে জয় পেতে হবে। ইংল্যান্ড যত রানই করুক না কেন, ২৮৩ রান বাকি থাকতেই জিততে হবে পাকিস্তানকে।
আফগানিস্তানেরও বিদায় নিশ্চিত
পাকিস্তানের মতোই এবারের ওডিআই বিশ্বকাপের লিগ পর্যায় থেকেই বিদায় নিচ্ছে আফগানিস্তান। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলে হাশমাতুল্লাহ শাহিদির দলের কাছে সুযোগ থাকত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসের সুবাদে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। রান রেটে অনেক পিছিয়ে আফগানরা। ফলে তাদের পক্ষে আর সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা সম্ভব নয়।
পাকিস্তানের সহায় হল না বৃষ্টি
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গেলে বা শ্রীলঙ্কা জিতে গেলে পাকিস্তানের সামনে সেমি-ফাইনালে যাওয়ার সুযোগ থাকত। কিন্তু সেটা হল না। সহজ জয়ই পেল কিউয়িরা। টানা অষ্টমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল নিউজিল্যান্ড। ৯ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। পাকিস্তান ও আফগানিস্তান ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে। নিউজিল্যান্ডের নেট রান রেট +০.৯২২। পাকিস্তানের নেট রান রেট +০.০৩৬। আফগানিস্তানের নেট রান রেট -০.৩৩৮। ফলে আফগানিস্তানের কাছে তো কোনও সুযোগই নেই, পাকিস্তানের পক্ষেও নিউজিল্যান্ডকে টপকে যাওয়া সম্ভব হচ্ছে না। টানা চতুর্থবার ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে চলেছে নিউজিল্যান্ড।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
New Zealand Vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তানের উপর চাপ বাড়াল নিউজিল্যান্ড
Virat Kohli: বিশ্বকাপ সেমি-ফাইনালের আগে ইডেনের নতুন সাজ, লাগানো হল বিরাটের ছবি