গত বছর থেকেই ওডিআই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন শুবমান গিল। চলতি ওডিআই বিশ্বকাপেও তাঁর ফর্ম অব্যাহত। ভারতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই শুবমানের লক্ষ্য।
চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ব্যাটার ও বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতীয়রা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শুবমান গিল। বোলারদের তালিকায় শীর্ষে মহম্মদ সিরাজ। শুবমানের রেটিং ৮৩০। ৮২৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। ৭৭০ রেটিং নিয়ে ৪ নম্বরে বিরাট কোহলি। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৭৩৯ রেটিং নিয়ে ৬ নম্বরে। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মহম্মদ শামির। চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ৬৩৫ রেটিং নিয়ে ১০ নম্বরে শামি। ৭০৯ রেটিং নিয়ে শীর্ষে সিরাজ। ৪ নম্বরে থাকা কুলদীপ যাদবের রেটিং ৬৬১। দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ১ ধাপ নেমে গিয়েছেন জসপ্রীত বুমরা। ৬৫৪ রেটিং নিয়ে ৮ নম্বরে বুমরা। অলরাউন্ডারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ২২৫ রেটিং নিয়ে ১০ নম্বরে জাদেজা।
শুবমানের নজির
এ বছর ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ ফর্মে শুবমান। তিনিই এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন। এ বছর ওডিআই ফর্ম্যাটে প্রায় ২,০০০ রান করেছেন এই তরুণ ব্যাটার। প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়েছেন শুবমান। ডেঙ্গু আক্রান্ত হলেও এখন ফিট হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার। চলতি ওডিআই বিশ্বকাপে ২টি অর্ধশতরান করেছেন ভারতের ওপেনার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেন শুবমান। ভারতীয় দল বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাওয়া এবং ফাইনালেও দারুণ ইনিংস খেলে চ্যাম্পিয়ন করাই শুবমানের লক্ষ্য।
ফর্মে ফিরেছেন সিরাজ
এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, এবারের ওডিআই বিশ্বকাপের শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না সিরাজ। তবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন সিরাজ। এরপর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অসাধারণ বোলিং করেন এই পেসার। সেই কারণেই তিনি বোলারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন। পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি এতদিন শীর্ষে থাকলেও, এবার ৫ নম্বরে নেমে গিয়েছেন।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-