নরেন্দ্র মোদী স্টেডিয়াম চলছে আইসিসি বিশ্বকাপ। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।
আইসিসি বিশ্বকাপের মাঝেই অপ্রীতিকর ঘটনা। সন্দেহজনক ইমেলের জেরে গ্রেফতার করা হল এক ব্যাক্তিকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্ভাব্য হামলার বিষয়ে একটি হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। উল্লেখ্য ভারত-পাক ম্যাচের ঠিক আগেই এই ঘটনাটি প্রকাশ্যে আসে। যদিও ধৃত ব্যাক্তির এর আগে কোনও অপরাধমূলক রেকর্ড নেই বলেই জানিয়েছে পুলিশ।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম চলছে আইসিসি বিশ্বকাপ। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এরই মধ্যে স্টেডিয়ামে বিস্ফোরণ সংক্রান্ত একটি একটি হুমকি ইমেল ঘিরে হইচই পড়ে গিয়েছে। জানা যাচ্ছে মধ্যপ্রদেশের এক বাসিন্দার আইডি থেকে পাঠানো হয়েছিল হুমকিমূলক এই ইমেলটি। ঘটনার জেরে ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে ভারত-পাক ম্যাচের নিরাপত্তা। দুই প্রতিবেশী দেশের মধ্যকার বহুল প্রত্যাশিত এই ক্রিকেট ম্যাচে ব্যাপক দর্শক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোতায়েন থাকবে, গুজরাট পুলিশ, এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড), আরএএফ (র্যাপিড অ্যাকশন ফোর্স) এবং হোম গার্ড সহ বিভিন্ন সংস্থার ১১,০০০ জনেরও বেশি কর্মী।