David Warner: সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে দ্রুততম ১,০০০ রান ওয়ার্নারের

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের বোলাররা।

রবিবার চিপকে ওডিআই বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নতুন একটি রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। তিনি ওডিআই বিশ্বকাপে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়লেন। ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন ওয়ার্নার। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের ৬.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারি মেরে নতুন রেকর্ড গড়েন ওয়ার্নার। ওডিআই বিশ্বকাপে ১৯ ইনিংস খেলেই ১০০০ রান পূর্ণ করে ফেললেন এই বাঁ হাতি ব্যাটার। সচিন ও ডিভিলিয়ার্স ওডিআই বিশ্বকাপে ২০ ইনিংস খেলে ১০০০ রান করেছিলেন। ভিভ রিচার্ডস ও সৌরভ গঙ্গোপাধ্যায় ২১ ইনিংসে এই নজির গড়েন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার মার্ক ওয়া ওডিআই বিশ্বকাপে ২২ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার হার্শেল গিবস ২২ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন। সবার রেকর্ডই ভেঙে দিলেন ওয়ার্নার।

ওডিআই ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ওয়ার্নার। এই বাঁ হাতি ওপেনার আক্রমণাত্মক শট খেলার জন্য বিখ্যাত। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই দুর্দান্ত সাফল্য পেয়েছেন ওয়ার্নার। তিনি বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। সেই কারণেই ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ওয়ার্নার। আইপিএল-এ খেলার সুবাদে ভারতেও জনপ্রিয় এই ব্যাটার। তিনি একাধিকবার ভারতের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন। এবারই হয়তো শেষবার ওডিআই বিশ্বকাপ খেলছেন ওয়ার্নার। এই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

Latest Videos

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও রবিবারই ওডিআই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করে ফেলতে পারেন। এদিন ওডিআই বিশ্বকাপে ২২-তম ইনিংস খেলতে নামবেন রোহিত। ফলে তিনি ওয়ার্নারের চেয়ে পিছিয়ে। তবে ওডিআই বিশ্বকাপে ১০০০ রান করার নজির খুব বেশি ব্যাটার গড়তে পারেননি। ফলে এই নজির গড়তে পারলে বিশেষ কৃতিত্বের অধিকারী হবেন রোহিত।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৯ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের বোলাররা। ১০ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন-

David Warner: সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে দ্রুততম ১,০০০ রান ওয়ার্নারের

Virat Kohli: ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল 'জার্ভো ৬৯', বের করে দিলেন বিরাট কোহলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar