Virat Kohli: ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল 'জার্ভো ৬৯', বের করে দিলেন বিরাট কোহলি

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের অল্প রানে অলআউট করে দেওয়াই ভারতের বোলারদের লক্ষ্য।

২ বছর পর ফের ভারতের ম্যাচ চলাকালীন মাঠে হানা দিল 'জার্ভো ৬৯'। রবিবার চিপকে ওডিআই বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতেই ফের হানা দেয় ড্যানিয়েল জার্ভিস। যার জার্সিতে লেখা 'জার্ভো ৬৯'। এর আগে ২০২১ সালে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিল 'জার্ভো ৬৯'। এই ইউটিউবারকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিরাট কোহলিও ছুটে যান। তিনি ড্যানিয়েলকে মাঠ থেকে বের করে দিতে সাহায্য করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। অনেকেই বিরাটের প্রশংসা করছেন। তবে এই ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

প্রচারের আলোয় আসাই সবসময় ড্যানিয়েলের লক্ষ্য থাকে। এই কারণেই সে গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ার চেষ্টা করে। বিশেষ করে ভারতের ম্যাচগুলি বেছে নেয় এই ইউটিউবার। কারণ, সে জানে ভারতের ম্যাচ চলাকালীন কোনও অপ্রীতিকির ঘটনা ঘটলে অনেক বেশি প্রচার পাওয়া যাবে। ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচ চলাকালীন ট্রেন্ট ব্রিজে মাঠে ঢুকে পড়ে ড্যানিয়েল। পুরোদস্তুর ব্যাটারের মতোই পোশাক ছিল তার পরনে। প্যাড-গ্লাভস-হেলমেট পরে সে ব্যাটিং করার জন্য তৈরি ছিল। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এই ঘটনার পরেও ক্রিকেট মাঠে ড্যানিয়েলকে নিষিদ্ধ করা হয়নি। কারণ, মাঠে ক্রিকেটপ্রেমীদের ঢুকে পড়াকে শাস্তিযোগ্য অপরাধা বলে গণ্য করা হয় না। ২দশক আগে পর্যন্ত ইংল্যান্ডের সব মাঠেই যে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শেষ হলেই দলে দলে দর্শকরা মাঠে ঢুকে পড়তেন। সেই সময় নিরাপত্তার কড়াকড়ি ছিল না। কিন্তু এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতে ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু নিরাপত্তারক্ষীদের ফাঁকি দেওয়ার চেষ্টা করল 'জার্ভো ৬৯'।

Latest Videos

 

 

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই জসপ্রীত বুমরার বলে মিচেল মার্শের ক্যাচ নেন বিরাট। এরপরেই মাঠে অনুপ্রবেশ ঘটে। তবে তাতে ম্যাচের ছন্দ নষ্ট হয়নি। ভালোভাবেই চলছে ম্যাচ। ১৬.৩ ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নেয় ভারত। নিজের বলেই ডেভিড ওয়ার্নারের ক্যাচ নেন কুলদীপ যাদব। ৪১ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ভালো ব্যাটিং করছেন স্টিভ স্মিথ। তাঁকে দ্রুত অলআউট করতে হবে ভারতের বোলারদের। না হলে বড় স্কোরের দিকে এগিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া। সেটা হতে দেওয়া চলবে না।

 

 

আরও পড়ুন-

India Vs Australia: খেলছেন না শুবমান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং ভারতের

ICC Cricket World Cup: শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024