India Vs Australia: জাদেজা, কুলদীপ, বুমরার দাপটে ১৯৯ অলআউট অস্ট্রেলিয়া

Published : Oct 08, 2023, 05:59 PM ISTUpdated : Oct 08, 2023, 06:59 PM IST
Ravindra Jadeja

সংক্ষিপ্ত

রবিবার চিপকে ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতের বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ভালো বোলিং করলেন।

ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস করতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁরা পিচের চরিত্র বুঝতে পারেননি। টসে হেরে ভারতের অধিনায়ক রোহিত শর্মার লাভই হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে এবারের ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেতে হলে ভারতকে করতে হবে ২০০ রান। এই টার্গেট পূরণ করা কঠিন হওয়ার কথা নয়। ফলে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের ২.২ ওভারেই আউট হয়ে যান ওপেনার মিচেল মার্শ (০)। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৪১ রান। তিনি এই ম্যাচেই ওডিআই বিশ্বকাপে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়লেন। ১৯ ইনিংসে এই নজির গড়লেন ওয়ার্নার। তিনি সচিন তেন্ডুলকর ও এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিলেন। স্টিভ স্মিথ করেন ৪৬ রান। মার্নাস লাবুশেন করেন ২৭ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৫ রান। ০ রানেই আউট হয়ে যান অ্যালেক্স কেরি। ক্যামেরন গ্রিন করেন ৮ রান। ১৫ রান করে আউট হয়ে যান কামিন্স। ২৮ রান করেন মিচেল স্টার্ক। অ্যাডাম জাম্পা করেন ৬ রান। ১ রান করে অপরাজিত থাকেন জশ হ্যাজেলউড। 

ভারতের হয়ে ১০ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন অশ্বিন।

এই পারফরম্যান্সের পর জাদেজা বলেছেন, ‘আমি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। সেই কারণে চিপকের পরিবেশ-পরিস্থিতি জানি। আমি পিচ দেখার পরেই বুঝতে পেরেছিলাম এখানে ২-৩ উইকেট পেতে পারি। পিচ দেখে আমি খুব খুশি হয়েছিলাম। আমি স্টাম্পে বল রাখার চেষ্টা করছিলাম। এই উইকেটে বল ঘুরছিল। ফলে কোন বল সোজা যাবে আর কোন বল ঘুরবে, সেটা আগে থাকতে বোঝা যাচ্ছিল না। আমি গতির হেরফের ঘটাচ্ছিলাম। চেন্নাইয়ে প্রতিটি ম্যাচেই বহু দর্শক খেলা দেখতে আসেন। গ্যালারি ভর্তি দেখে ভালো লাগছে।’

আরও পড়ুন-

David Warner: সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে দ্রুততম ১,০০০ রান ওয়ার্নারের

Virat Kohli: ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল 'জার্ভো ৬৯', বের করে দিলেন বিরাট কোহলি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত