সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করল ভারতীয় দল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে অসাধারণ লড়াই করে ভারতীয় দলকে স্মরণীয় জয় এনে দেন বিরাট কোহলি। সেদিন তিনি ক্রিজের অপর প্রান্তে পেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে। রবিবার বিরাটের সঙ্গী হলেন কে এল রাহুল। ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট পড়ে যায়। ০ রানেই আউট হয়ে যান ঈশান কিষান, রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। এই পরিস্থিতিতে লড়াই শুরু করেন বিরাট ও রাহুল। শুরুতে রক্ষণাত্মক থাকলেও, ক্রিজে থিতু হওয়ার পর স্বাভাবিক ব্যাটিং শুরু করেন বিরাট ও রাহুল। নিশ্চিত শতরান হারালেন বিরাট। তিনি ১১৬ বলে ৮৫ রান করে আউট হন। এই ইনিংসে ছিল মাত্র ৬টি বাউন্ডারি। এরপর রাহুলের সঙ্গে মিলে বাকি রান তুলে নেন হার্দিক। ফলে এবারের ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারত। রাহুল ৯৭ ও হার্দিক ১১ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হলেন রাহুল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর এই সিদ্ধান্তের কথা জানতে পেরে নিশ্চয়ই রবীন্দ্র জাদেজার হাসি চওড়া হয়। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় ভারত। সবচেয়ে ভালো বোলিং করেন জাদেজাই। এই বাঁ হাতি স্পিনার ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৪৬ রান করেন স্টিভ স্মিথ। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৪১ রান। মার্নাস লাবুশেন করেন ২৭ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১৫ রান। কামিন্সও করেন ১৫ রান। মিচেল স্টার্ক করেন ২৮ রান। ০ রানেই আউট হয়ে যান মিচেল মার্শ ও অ্যালেক্স কেরি। ক্যামেরন গ্রিন করেন ৮ রান। অ্যাডাম জাম্পা করেন ৬ রান। ১ রান করে অপরাজিত থাকেন জশ হ্যাজেলউড।

১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।

আরও পড়ুন-

Afghanistan Earthquake: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, ম্যাচ ফি দান করছেন রশিদ খান

David Warner: সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে দ্রুততম ১,০০০ রান ওয়ার্নারের

YouTube video player