বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত। কিন্তু এই ম্যাচের শেষদিকে আম্পায়ার রিচার্ড কেটলবরোর একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিরাট কোহলি যাতে শতরান করতে না পারেন, সেটা নিশ্চিত করার জন্য অনেক চেষ্টা করেছিল বাংলাদেশ। বিরাটের শতরান আটকাতে লেগ স্টাম্পের বাইরে বল করেন নাসুম আহমেদ। কিন্তু আম্পায়ার রিচার্ড কেটলবরো ওয়াইড বল দেননি। এরপর ওভার-বাউন্ডারি মেরে শতরান সম্পূর্ণ করার পাশাপাশি দলকেও জেতান বিরাট। ম্যাচ শেষ হওয়ার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই কটাক্ষ করছেন, দর্শকদের মতো আম্পায়ারও বিরাটের শতরান দেখতে চাইছিলেন। সেই কারণেই তিনি ওয়াইড বল দেননি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দেননি, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে না। একইসঙ্গে ওয়াইড বল সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে আলোচনা করা হচ্ছে না।
ওয়াইড বল সংক্রান্ত নিয়ম এখন বদলে গিয়েছে। অতীতে এমসিসি-র নিয়মের ২২.১.২ ধারা অনুযায়ী ওয়াইড বল সম্পর্কে বলা ছিল, 'যদি কোনও বল ব্যাটারের নাগালের বাইরে থাকে, তাহলে আম্পায়ার মনে করলে ওয়াইড দিতেই পারেন। সেক্ষেত্রে ব্যাটার যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে দূরে থাকতে হবে বলটিকে। ব্যাটার সাধারণভাবে যেখানে দাঁড়িয়ে থাকেন সেই জায়গা থেকে যদি দূরে থাকে বল, তাহলেই আম্পায়ার ওয়াইড দিতে পারেন। ব্যাটারের নাগালের মধ্যে যদি বল থাকে এবং ব্যাটার চাইলেই স্ট্রোক খেলতে পারেন, তাহলে ওয়াইড বল দেওয়া যাবে না।'
২০২১ সালের অক্টোবরে এই নিয়ম বদল করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছেন, তার উপর ভিত্তি করে ওয়াইড বলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। বোলার রান-আপ শুরু করার পর ব্যাটার কোথায় দাঁড়িয়ে আছে, সেটা জরুরি। ব্যাটার সাধারণভাবে যেখানে দাঁড়িয়ে থাকেন, সেখান থেকে বল কতটা দূরে থাকছে, সেটা বিচার করতে হবে।’
এমসিসি-র নতুন নিয়ম অনুযায়ী ঠিক সিদ্ধান্তই নিয়েছেন কেটলবরো। কারণ, নাসুম রান-আপ শুরু করার সময় বিরাট যেখানে ছিলেন, সেই অবস্থায় থাকলে সহজেই শট খেলতে পারতেন। কিন্তু এরপর তিনি অফস্টাম্পের দিকে সরে যান। ফলে বলটি লেগ স্টাম্পের বাইরে চলে যায়। সেই কারণেই ওয়াইড বল দেননি আম্পায়ার। কিন্তু এই নিয়ম সবার জানা নেই। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যে কোনও বিষয় নিয়েই মিম এখন ট্রেন্ডিং। বাংলাদেশ দল যে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সে কথা ভুলে গিয়ে বাংলাদেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছেন। কিন্তু ঘটনা হল, আম্পায়ার ওয়াইড বল দিলেও ভারতই জয় পেত।
সব খবরের জন্য দেখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Hardik Pandya: ভারতীয় দলের সুখের সংসারে হঠাৎ আশঙ্কার মেঘ, খারাপ খবর দিল বিসিসিআই
Sara Tendulkar-Shubman Gill: শুবমানের জন্য গ্যালারিতে সারা, ভাইরাল ভিডিও