এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য অন্তত ১২ পয়েন্ট দরকার ছিল। রবিবার টানা ষষ্ঠ জয় পেয়ে সেই পয়েন্ট পেয়ে গেল ভারত। লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জয় পাওয়ার পর ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে শীর্ষে রোহিত শর্মারা। ফলে ভারতীয় দলের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্টে আছে। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়াও ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। এই ৪ দলেরই সেমি-ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। কারণ, বাকি দলগুলি অনেক পিছিয়ে।
ওডিআই বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের
গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের ওডিআই বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্স দেখাচ্ছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে জস বাটলারের দল। এবার আর সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারছে না ইংল্যান্ড। বাংলাদেশের মতোই ইংল্যান্ডেরও লিগ পর্যায় থেকেই বিদায় নেওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ইংল্যান্ড ও বাংলাদেশই ২ পয়েন্টে আছে। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে ইংল্যান্ড এবং ৯ নম্বরে বাংলাদেশ।
ক্ষীণ আশা শ্রীলঙ্কা, আফগানিস্তানের
চলতি ওডিআই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসদের এখনও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষীণ আশা রয়েছে। যদিও সেই আশা খুবই কম। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাকিস্তান। বাবর আজমদের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার আশা নেই। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আফগানিস্তান। অঙ্কের বিচারে এখনও পর্যন্ত রশিদ খানদের সেমি-ফাইনালে যাওয়ার আশা রয়েছে। তবে বাস্তব পরিস্থিতি কঠিন। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নেদারল্যান্ডস। ডাচদেরও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার আশা নেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের
রবিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে দিল ভারত। বোলারদের অসাধারণ পারফরম্যান্সের জেরে লো-স্কোরিং ম্যাচেও বড় ব্যবধানে জয় পেল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৯ উইকেটে ২২৯ রান করে। অধিনায়ক রোহিত শর্মা ৮৭ করেন। জবাবে ১২৯ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ সামি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
India Vs England: সামি-কুলদীপদের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ জয়, সেমি-ফাইনালে ভারত
India Vs England: ওডিআই বিশ্বকাপে একমাত্র দল হিসেবে অলআউট না হওয়ার রেকর্ড ভারতের