সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। পরপর পাঁচ ম্যাচ জিতে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে অলআউট হয়নি ভারত। রবিবারই এই টুর্নামেন্টে সবচেয়ে খারাপ ব্যাটিং করল ভারতীয় দল। তা সত্ত্বেও অলআউট হল না ভারত। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৯ রান করেন রোহিত শর্মারা। সর্বাধিক ৮৭ রান করেন ভারতের অধিনায়ক। ৩৯ রান করেন কে এল রাহুল। সূর্যকুমার যাদব করেন ৪৯ রান। অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়াররা ব্যর্থ হয়েছেন।

কঠিন পরীক্ষার মুখে ভারতীয় দল

চলতি ওডিআই বিশ্বকাপে প্রথমবার বড় স্কোর করতে পারল না ভারতীয় দল। ব্যর্থ হলেন প্রতিষ্ঠিত ব্যাটাররা। ৯ রান করেন তরুণ ওপেনার শুবমান গিল। ৯ বল খেলে ০ রানেই আউট হয়ে যান বিরাট কোহলি। ১৬ বল খেলে ৪ রান করেন শ্রেয়াস আইয়ার। রবীন্দ্র জাদেজা করেন ৮ রান করেই আউট হয়ে যান। ১ রান করেন মহম্মদ সামি। ৯ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বোলারদের সাফল্য 

ইংল্যান্ডের হয়ে ১০ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন ডেভিড উইলি। ৯ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস ওকস। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন আদিল রশিদ। ৯ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন মার্ক উড। ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন ইংল্যান্ডের বোলাররা।

ফের কামাল মহম্মদ সামির

গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই ৫ উইকেট নেন মহম্মদ সামি। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মহম্মদ সামি। জসপ্রীত বুমরা ৬.৫ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলদীপ যাদব ৮ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। ইংল্যান্ডের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। সর্বাধিক ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। বাকিরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

India Vs England: সামি-কুলদীপদের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ জয়, সেমি-ফাইনালে ভারত

ICC Cricket World Cup 2023: ভারত-ইংল্যান্ড ম্যাচের পর পয়েন্ট তালিকায় কোথায় কে?

YouTube video player