শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে তীব্র উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তৈরি হচ্ছে ২ দল।
এশিয়া কাপে বৃষ্টির জন্য ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। এবার ওডিআই বিশ্বকাপেও কি ভারত-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি? আমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস এই ইঙ্গিতই দিচ্ছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই। ম্যাচ চলাকালীন যদি বৃষ্টি নামে, তাহলে সামান্য সময়ের জন্য বন্ধ থাকতে পারে খেলা। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার উত্তর গুজরাট ও আমেদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর রবিবার শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। ফলে আবহাওয়ার পূর্বাভাসে চিন্তায় আমেদাবাদের মানুষ। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারত-পাকিস্তান ম্যাচের মতোই নবরাত্রি উৎসবও বানচাল হওয়ার আশঙ্কা নেই।
আমেদাবাদের মোতেরা অঞ্চলে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেখানেই শনিবার হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথমে ঠিক ছিল, ১৫ অক্টোবর হবে এই ম্যাচ। কিন্তু সেদিনই শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাটে অন্যতম বড় উৎসব নবরাত্রি। এই উৎসব শুরু হওয়ার দিন ভারত-পাকিস্তান ম্যাচ হলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানায় আমেদাবাদ পুলিশ। সেই কারণে একদিন এগিয়ে আনা হয় ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগে আয়োজকরা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এরপর বৃষ্টি হলে আউটফিল্ডের অবনতি হতে পারে। এই স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো নয়। এটাও আয়োজকদের চিন্তায় রেখেছে।
আমেদাবাদের আবহাওয়া দফতরের নির্দেশক মনোরমা মোহান্তি জানিয়েছেন, ‘গুজরাটে আগামী পাঁচ দিন আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে হচ্ছে। তবে ১৪ অক্টোবর আমেদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হাল্কা বৃষ্টি হতে পারে। ১৪ অক্টোবর আমেদাবাদের আবহাওয়া মেঘলা থাকবে। পরদিনও আমেদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তর গুজরাটের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হল বনসকণ্ঠা, সবরকণ্ঠা ও আরবল্লী। ১৬ অক্টোবরও বনসকণ্ঠা ও সবরকণ্ঠায় হাল্কা বৃষ্টি হতে পারে। সেদিন আমেদাবাদ জেলার কয়েকটি অঞ্চলেও হাল্কা বৃষ্টি হতে পারে।’
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের গান গাওয়ার কথা। এছাড়া থাকবেন বলিউড তারকারা। ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট পাওয়া সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তিও ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন।
আরও পড়ুন-
Australia vs South Africa: পরপর ২ ম্যাচে হার, ওডিআই বিশ্বকাপের শুরুতেই বিপাকে অস্ট্রেলিয়া
Viral Video: বিরাট কোহলির ঠাকুর্দা মহাত্মা গান্ধী! ইউটিউবার আই শো স্পিডের প্রশ্নে হতবাক জনতা