সংক্ষিপ্ত

এবারের ওডিআই বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় দল। প্রথম ২ ম্যাচেই সহজ জয় পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিড। সারা বিশ্বে ঘুরে বেড়ান এই ইউটিউবার। তিনি মজাদার চরিত্র। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলারের সঙ্গেও দেখা গিয়েছে আই শো স্পিডকে। তিনি বিরাট কোহলিরও অনুরাগী। ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন আই শো স্পিড। তাঁকে ধুতি ও বিরাটের জার্সি পরে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াচ্ছেন এই ইউটিউবার। তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে সমর্থন করছেন বলে জানিয়েছেন আই শো স্পিড। তাঁর আশা, শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও জয় পাবে ভারত। তবে ভারতে পৌঁছনোর পরেই একটি প্রশ্ন করে সবাইকে হতবাক করে দিয়েছেন এই ইউটিউবার। মুম্বইয়ে ট্যাক্সি চড়ে ঘোরার সময় একটি নোটে মহাত্মা গান্ধীর ছবি দেখিয়ে তিনি প্রশ্ন করেন, 'ইনি কি বিরাট কোহলির ঠাকুর্দা?' 

আই শো স্পিডের আসল নাম ড্যারেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর বাসিন্দা। অনেকদিন ধরেই ভারতে আসার ইচ্ছা ছিল। শেষপর্যন্ত বৃহস্পতিবার এদেশে এসে পৌঁছলেন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ২০ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অত্যন্ত জনপ্রিয় আই শো স্পিড। মুম্বইয়ে পৌঁছেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের কাজ শুরু করে দিয়েছেন। তাঁর পরনে বিরাটের জার্সি থাকায় সহজেই ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন। বৃহস্পতিবার মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তাঁকে ঘিরে ভিড় দেখা যায়। এই ইউটিউবারকে দেখে উচ্ছ্বসিত মুম্বইয়ের জনতা। একজন অত্যুৎসাহী ক্রিকেটপ্রেমী আবার বলেছেন, ভারত ও বিরাটের প্রতি অনুরাগের কারণে আই শো স্পিডকে ভারতের সাম্মানিক নাগরিকত্ব দেওয়া উচিত।

 

 

এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে দেখা যায় আই শো স্পিডকে। সেখানে তিনি ব্যাটিং-বোলিং করেন। ক্রিকেটে খুব একটা দক্ষ নন এই ইউটিউবার। তবে তাঁর উৎসাহের অন্ত নেই। রোনাল্ডো গোল করে যেভাবে লাফিয়ে ওঠেন, ব্যাট হাতে একটি শট খেলে সেভাবেই লাফিয়ে ওঠেন আই শো স্পিড। তাঁর এই সেলিব্রেশন দেখে চমৎকৃত হয় জনতা।

 

 

ওডিআই বিশ্বকাপ উপলক্ষেই ভারতে এসেছেন আই শো স্পিড। এই সময় ভারতীয়দের ক্রিকেটপ্রেম উপভোগ করা এবং এদেশের মানুষের সঙ্গে মিশে যাওয়াই তাঁর লক্ষ্য। প্রথম দিনই তিনি মুম্বইয়ের মানুষের মন জয় করে নিয়েছেন। ভারতে যতদিন থাকবেন, জনপ্রিয়তা বাড়িয়ে নেওয়াই এই তারকার একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন-

ICC WC 2023: ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীন বচসায় জড়ালেন ফ্যানেরা, ভাইরাল ভিডিও

India vs Afghanistan: শতরানে নতুন নজির রোহিতের, আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

YouTube video player