সংক্ষিপ্ত
'চোকার্স' তকমা ঘোচানোর লক্ষ্যে এবারের ওডিআই বিশ্বকাপে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টের শুরুটা ভালোভাবেই করেছেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা।
বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানে জয় পাওয়ার পর এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধেও বড় ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা। অন্যদিকে, ভারতের কাছে হারের পর এদিনও হেরে চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া। এদিন প্যাট কামিন্সের দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, কোনওটাই ভালো হয়নি। ভারতের বিরুদ্ধে বিরাট কোহলির ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একাধিক ক্যাচ ফস্কালেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। এর ফলে প্রোটিয়া ব্যাটারদের পক্ষে বড় স্কোর করা সহজ হয়ে যায়। পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে এবারের ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। তাঁর এই কৌশল কাজে লাগেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক ১০৬ বলে ১০৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। আইপিএল-এ খেলার সুবাদে ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত ডি কক। বৃহস্পতিবারের ম্যাচ ছিল আইপিএল-এ তাঁর ঘরের মাঠ লখনউয়ে। পরিচিত মাঠে অসাধারণ ব্যাটিং করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩৫ রান। র্যাসি ভ্যান ডার ডুসেন করেন ২৬ রান। ৪৪ বলে ৫৬ রান করেন এইডেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন করেন ২৯ রান। ডেভিড মিলার করেন ১৭ রান। মার্কো জ্যানসেন করেন ২৬ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ৬০ রান দিয়ে ১ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৭১ রান দিয়ে ১ উইকেট নেন কামিন্স। ৭০ রান দিয়ে ১ উইকেট নেন অ্যাডাম জাম্পা।
রান তাড়া করতে নেমে ৭০ রানে ৬ উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া। পরপর আউট হয়ে যান মিচেল মার্শ (৭), ডেভিড ওয়ার্নার (১৩), স্টিভ স্মিথ (১৯), জস ইনগ্লিস (৫), ম্যাক্সওয়েল (৩), মার্কাস স্টোইনিস (৫)। লড়াই করেন মার্নাস লাবুশেন (৪৬), স্টার্ক (২৭), কামিন্স (২২)। ১১ রান করে অপরাজিত থাকেন জাম্পা। ২ রান করেন হ্যাজেলউড। ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন কেশব মহারাজ। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন তাবরিজ শামসি। ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন জ্যানসেন। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন লুঙ্গি এনগিডি।
আরও পড়ুন-
Viral Video: বিরাট কোহলির ঠাকুর্দা মহাত্মা গান্ধী! ইউটিউবার আই শো স্পিডের প্রশ্নে হতবাক জনতা
ICC WC 2023: ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীন বচসায় জড়ালেন ফ্যানেরা, ভাইরাল ভিডিও