শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শেষমুহূর্তে টিকিটের চাহিদা চরমে।
ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পরেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার প্রহর গোনা শুরু হয়। এরপর টিকিট বিক্রি শুরু হতেই কিছুক্ষণের মধ্যে নিঃশেষিত হয়ে যায় টিকিট। ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে এই ম্যাচটি ঘিরেই আকর্ষণ সবচেয়ে বেশি। ভারত-পাকিস্তান যদি সেমি-ফাইনাল বা ফাইনালে ফের মুখোমুখি না হয়, তাহলে গ্রুপের এই ম্যাচটিই সবচেয়ে উত্তেজক হতে চলেছে। স্বাভাবিকভাবেই শনিবারের ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে। যাঁরা আগেভাগে অনলাইনে টিকিট কিনে রেখেছিলেন, তাঁদের এখন পোয়াবারো। যে দামে টিকিট কিনেছিলেন, তার চেয়ে অনেক গুণ বেশি দামে বিক্রি করছেন অনেকে। আমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারির সবচেয়ে ভালো আসনের টিকিটের দাম কালোবাজারে ১৯ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ এমনই, এই বিপুল দাম দিয়েও অনেকে টিকিট কিনছেন।
এবারের ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি করার জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিসিসিআই। শুধু অনলাইনেই টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। ভারত-পাকিস্তান ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট পাওয়া যাচ্ছিল ১,২০০ টাকায়। লাউঞ্জের টিকিটের দাম রাখা হয় ১৫,০০০ টাকা। যাঁরা এই দামে টিকিট কিনেছিলেন, তাঁরা এখন লাভবান হচ্ছেন। এমনই একজন ব্যক্তি জানিয়েছেন, তিনি যে দামে টিকিট কিনেছিলেন তার ১০ গুণ বেশি অর্থের বিনিময়ে সেই টিকিট বিক্রি করেছেন। ভারত-পাকিস্তান ম্যাচের সময় যত এগিয়ে আসছে, টিকিটের চাহিদা ততই বাড়ছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কালোবাজারি। অনলাইনে ২,২০০ টাকা দিয়ে কেনা টিকিটের দাম এখন কালোবাজারে ২২,০০০ টাকায় পৌঁছে গিয়েছে।
অনেকেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের কালোবাজারির জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। যাঁদের কাছে টিকিট আছে তাঁরা ঘোষণা করে দিচ্ছেন, যিনি বেশি দাম দেবেন তিনি টিকিট পাবেন। ফলে টিকিট নিয়ে কার্যত নিলাম চলছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য অতিরিক্ত টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাতেও টিকিটের চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না।
ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ১৯৯২ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপে এই ২ দলের সাক্ষাৎ হয়। সেই ম্যাচ থেকেই ভারতের জয়যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। এবারও রোহিত শর্মা, বিরাট কোহলিরাই জয় পাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন-
India Vs Pakistan: শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি!
Australia vs South Africa: পরপর ২ ম্যাচে হার, ওডিআই বিশ্বকাপের শুরুতেই বিপাকে অস্ট্রেলিয়া