টসে জিতে প্রথম ব্যাট বাবর আজমের দলের হাতে উঠলেও ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মুখ থুবরে পড়ে পাক ব্যাটিং।
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকল ব্যাটে-বলে ভারতের দাপটের। রোহিত শর্মা অ্যান্ড কোং-এর দূরন্ত পারফর্ম্যান্সে দুরমুশ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টসে জিতে প্রথম ব্যাট বাবর আজমের দলের হাতে উঠলেও ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মুখ থুবরে পড়ে পাক ব্যাটিং। অবশেষে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয় বাবরদের ব্যাটিং। অন্যদিকে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে ম্যাচ জেতে ভারত।
এদিন ম্যাচের আগে বিসিসিআই গানের অনুষ্ঠান 'আ মিউজিক্যাল ওডিসি'-র আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবন , সুখবিন্দর সিং ও অরিজিত্ সিং। একদিকে ভারতের অনবদ্য পারফর্ম্যান্স অন্যদিকে মঞ্চে অরিজিতের কন্ঠে বদলাল গ্যালারির রং। এদিন ৫৮ বলে ৫০ করে বাবর ক্লিন বোল্ড হয়ে যান সিরাজের বলে। বাবার ফিরতেই গ্যালারিতে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। জার্সি ঘুরিয়ে সেলিব্রেশনে মাতেন অরিজিত্। এই দৃশ্য স্বাভাবিকভাবেই মন কেড়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে থাকে সেই ভিডিও। ইতিমধ্যেই বহু মানুষ পছন্দ করেছে ভিডিওটিকে।
এই নিয়ে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অষ্টমবার জয় পেল ভারত। এদিন অসাধারণ পারফরম্যান্স দেখান ভারতের বোলাররা। ভারতের হয়ে ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৯ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। তিনিই এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৮ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৬ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ১৯২ রানের টার্গেট তাড়া করতে কোনও সমস্যাই হয়নি ভারতীয় দলের। ৭ উইকেটে জয় পায় ভারত।