Virat Kohli Birthday: জন্মদিনেই ইডেনে সচিনের রেকর্ড স্পর্শ করবেন বিরাট?
- FB
- TW
- Linkdin
জন্মদিনে জাতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ ম্যাচ খেলতে ব্যস্ত বিরাট কোহলি
বিরাট কোহলির ৩৫ বছরের জন্মদিন কাটবে ইডেন গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলবেন এই তারকা ক্রিকেটার।
স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একান্তে এবারের জন্মদিন পালন করা হচ্ছে না বিরাট কোহলির
বিরাট কোহলির জন্মদিনে ইডেন গার্ডেন্সের গ্যালারিতে দেখা যাবে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে। তবে তাঁদের একান্তে সময় কাটানোর সুযোগ নেই।
জন্মদিনে বিরাট কোহলির কাছ থেকে দুরন্ত ইনিংস দেখতে চাইছেন ইডেন গার্ডেন্সের দর্শকরা
ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রেকর্ড খুব ভালো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ভালো ইনিংসের আশায় ক্রিকেটপ্রেমীরা।
ইডেন গার্ডেন্সেই সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করতে পারেন বিরাট কোহলি
ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড আছে সচিন তেন্ডুলকরের। বিরাট কোহলি এখনও পর্যন্ত ৪৮টি শতরান করেছেন। ইডেনে শতরান করলেই তিনি সচিনের রেকর্ড স্পর্শ করবেন।
১২ বছর পর দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিরাট কোহলি
২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের হয়ে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে শুধু বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনই বর্তমান দলে আছেন।
এবারের ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি
চলতি ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট কোহলি। তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামেই সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করতে পারতেন বিরাট কোহলি
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। অল্পের জন্য শতরান না হারালে সচিনের ঘরের মাঠেই তাঁর রেকর্ড স্পর্শ করতেন বিরাট।
শনিবার মধ্যরাত থেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন বিরাট কোহলি
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমীরা শুভেচ্ছা জানাচ্ছেন।
ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির জন্মদিন পালন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তারা বিরাট কোহলির জন্মদিনে বিশেষ কেক, উপহারের ব্যবস্থা করেছে।
দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ জয়ই বিরাট কোহলির জন্মদিনের সেরা উপহার হবে
১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ পেলেই সবচেয়ে বেশি খুশি হবেন বিরাট কোহলি।