বৃহস্পতিবারই প্রথমবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেললেন রোহিত শর্মা। তিনি ২ বলে খেলেই আউট হয়ে গেলেও, দল জয় পাওয়ায় খুশি রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর অনেক ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ওয়াংখেড়ে তাঁর ঘরের মাঠ। মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু বৃহস্পতিবারই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন রোহিত। এই ম্যাচে টসে হেরে তিনি প্রথমে ব্যাটিং করতে নামেন। দিলশান মদুশনাকার প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরুটা দুর্দান্তভাবে করেন ভারতের অধিনায়ক। কিন্তু পরের বলেই তিনি বোল্ড হয়ে যান। ফলে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যক্তিগত সাফল্য পেলেন না রোহিত। তবে দল বিশাল ব্যবধানে জয় পেয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করায় খুশি ভারতের অধিনায়ক।
হৃদয় জিতে নিলেন রোহিত
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের সদস্যরা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন সব ক্রিকেটারকে নিয়েই দর্শকদের উচ্ছ্বাস দেখা যায়। ঘরের ছেলে রোহিতকে নিয়ে দর্শকদের মধ্যে একটু বেশি উৎসাহ দেখা যায়। বিশেষ করে কমবয়সিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে এক খুদে রোহিতের জুতো চেয়ে বসে। তাকে জুতো উপহার দেন ভারতের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
ওয়াংখেড়েতে ভারতের অসাধারণ ব্যাটিং
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় বলেই রোহিতের উইকেট হারালেও, বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ারের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ৩৫৭ রান করে ভারতীয় দল। শুবমান করেন ৯২ রান। বিরাট করেন ৮৮ রান। ৮২ রান করেন শ্রেয়াস। ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। কে এল রাহুল ২১, সূর্যকুমার যাদব ১২, মহম্মদ সামি ২, জসপ্রীত বুমরা অপরাজিত ১ রান করেন।
৫৫ রানে অলআউট শ্রীলঙ্কা
এবারের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এবার ওডিআই বিশ্বকাপের ম্যাচে ৫৫ রানে অলআউট হয়ে গেল কুশল মেন্ডিসের দল। মাত্র ৩ ব্যাটার ২ অঙ্কের রান করেন। সর্বাধিক ১৪ রান করেন কাসুন রঞ্জিতা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১২ রান করেন। মাহিশ থিকসানা ১২ রান করে অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন সামি। ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৮ রান দিয়ে ১ উইকেট নেন বুমরা। ৪ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা। ৩০২ রানে জয় পেল ভারতীয় দল।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mohammad Shami: ৩ ম্যাচে ১৪ উইকেট! সব ম্যাচে খেলার সুযোগ পেলে কোথায় থামতেন সামি?