এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সফলতম বোলার মহম্মদ শামি। প্রথম ম্যাচ থেকে খেলার সুযোগ পাননি এই পেসার। তা সত্ত্বেও ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শামিই।
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন মহম্মদ শামি। এর মধ্যে ২ ম্যাচে ৫ উইকেট করে নিয়েছেন এবং অপর ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শামি। তিনি প্রথম ওভারে কোনও রান না দিয়েই চরিত আসালাঙ্কা ও দুশন হেমন্তর উইকেট নেন। হ্যাটট্রিকের সুযোগ ছিল। তবে হ্যাটট্রিক করতে পারেননি এই পেসার। তিনি এরপর দুষ্মন্ত্য চামিরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কাসুন রঞ্জিতার উইকেট নেন। ৫ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৮ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন শামিই।
সাফল্যের রহস্য কী?
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধ্বংস করার পর শামি বলেছেন, ‘আমাদের বোলিং খুব ভালো হচ্ছে। আমরা সবাই ভালো ছন্দে আছি। সবাই এই ছন্দ উপভোগ করছে। আমরা একে অপরের সাফল্য উপভোগ করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের দলের সব বোলার ঐক্যবদ্ধ হয়ে খেলছি। ড্রেসিংরুমের পরিবেশও খুব ভালো। এর ফল আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় ভালো জায়গায় বল রেখে যাওয়ার চেষ্টা করি। ভালো ছন্দে থাকাও আমার লক্ষ্য থাকে। বড় টুর্নামেন্টে একবার যদি ছন্দ চলে যায়, তাহলে ছন্দ ফিরে পাওয়া খুব কঠিন। ভালো লেংথ বজায় রাখা এবং ভালো জায়গায় বল রাখাই সবসময় আমার লক্ষ্য থাকে।’
সাফল্য পেয়ে খুব খুশি সামি
চলতি ওডিআই বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েই ভারতীয় দলের সর্বাধিক উইকেটশিকারী হয়ে গিয়েছেন শামি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি খুব খুশি। সাদা বলের ক্রিকেটে ছন্দে থাকা অত্যন্ত জরুরি। নতুন বল ভালো জায়গায় রাখলে পিচ থেকে সাহায্য পাওয়া যায়। আমার কাছে লেংথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
দর্শকদের ধন্যবাদ জানালেন শামি
ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ জানিয়ে শামি বলেছেন, ‘আমরা দর্শকদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি, এর জন্য তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতের বাইরে খেলতে গেলেও দর্শকদের সমর্থন পাই।’
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Sri Lanka: ওয়াংখেড়েতে 'সত্তে পে সত্তা', শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে শীর্ষে ভারত