Rohit Sharma: 'যেখানেই যাচ্ছি সবাই বলছে বিশ্বকাপ জিততে হবে,' প্রত্যাশার চাপ কাটাতে মরিয়া রোহিত

বিশ্বকাপে ভারতীয় দলের উপর সবসময়ই প্রত্যাশার চাপ থাকে। দেশের মাটিতে খেলা হলে প্রত্যাশা বেড়ে যায়। সে কথা ভালোভাবেই জানেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি এই চাপ কাটাতে মরিয়া।

অনেকে বলেন, ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, ধর্মের মতো। জাতীয় দলের ক্রিকেটারদের ঈশ্বরের মতোই দেখেন সমর্থকরা। কিন্তু সাফল্যে বীরপুজোর পাশাপাশি ব্যর্থতায় সমালোচনাও হয় তীব্র। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এসবের সঙ্গে পরিচিত। তিনি প্রশংসা ও সমালোচনা পেয়ে অভ্যস্ত। কিন্তু এবারের বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার চাপ যেভাবে বেড়ে চলেছে, তাতে কিছুটা চিন্তায় রোহিত। তিনি সমর্থকদের খুব বেশি প্রত্যাশা না করার বার্তা দিচ্ছেন। কারণ, খেলার মাঠে সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘সমর্থকদের প্রত্যাশার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। ভারতে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছেন, বিশ্বকাপ জিততে হবে স্যার। বিমানবন্দর, হোটেল, সব জায়গায় একই ঘটনা দেখা যাচ্ছে। এটা কখনও বন্ধ হবে না।’

২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় দল। তারপর থেকেই অধরা আইসিসি ট্রফি। ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব অধরা থেকে গিয়েছে ভারতের। বিশ্বকাপের আগে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম ভারতীয় দলকে 'চোকার্স' বলে কটাক্ষ করেছে। রোহিত অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ। ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমি এমন একজন ব্যক্তি, যে কোনও একটি বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করে না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা গত ১০ বছরে আইসিসি ট্রফি জিততে পারিনি। কিন্তু আমি সেটা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। নিজেকে এমন একটি কঠিন জায়গায় নিয়ে গিয়ে ফেলতে চাই না যেখানে কোনও সিদ্ধান্ত নিতে পারব না।’

Latest Videos

ওডিআই বিশ্বকাপের ফর্ম্যাটে বদল আনা হয়েছে। সেমি-ফাইনালের আগে নকআউট পর্ব নেই। লিগ পর্যায়ে সব দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলগুলি সেমি-ফাইনাল খেলবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। দেড় মাস ধরে ছন্দ ও ফিটনেস ধরে রাখা সহজ নয়। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে হলে একটি দলকে ১১টি ম্যাচ খেলতে হবে। আমরা শেষবার এই ফর্ম্যাটে খেলেছিলাম ২০১৯ সালে। দেড় মাস ধরে ১১টি ওডিআই ম্যাচ খেলা সহজ নয়। এবারের বিশ্বকাপ দীর্ঘদিন ধরে চলবে। আমি চাই না আমাদের দলের কোনও পেসার চোট পাক। সেই কারণেই আমরা দলে বেশি পেসার নিয়েছি।’

আরও পড়ুন-

Sachin Tendulkar: ওডিআই বিশ্বকাপের জন্য আইসিসি-র 'গ্লোবাল অ্যাম্বাসাডার' সচিন

Ajay Jadeja: ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টর হলেন অজয় জাদেজা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার