Pakistan: অঙ্কের বিচারে পাকিস্তানের বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু?

এবারের ওডিআই বিশ্বকাপে পরপর ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। গত ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর আজমরা।

এবারের ওডিআই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচ জিতে সুখের স্বর্গে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। ভারতের কাছে হারের পরেই অবশ্য সুখের দিন শেষ হয়ে গিয়েছে। আফগানিস্তানের কাছে হারের পর লিগ পর্যায় থেকেই ছিটকে যাওয়ার মুখে বাবর আজমরা। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাকিস্তান। এই পরিস্থিতিতে অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে পাকিস্তানকে। নিজেদের বাকি ম্যাচগুলি জিতলেই হবে না, অন্য ম্যাচগুলির ফলে এমন হতে হবে যাতে সুবিধা হয়। না হলে পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনাল খেলা সম্ভব হবে না। তবে পরপর ৩ ম্যাচ হেরে পাকিস্তানের ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে। শুক্রবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানো কঠিন। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ভারতের পরেই দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। শুক্রবার জিতলেই সেমি-ফাইনালের কাছাকাছি পৌঁছে যাবে টেম্বা বাভুমার দল। ফলে জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এতে পাকিস্তানের কাজ আরও কঠিন হয়ে যেতে পারে।

কীভাবে সেমি-ফাইনালে যেতে পারে পাকিস্তান?

Latest Videos

চলতি ওডিআই বিশ্বকাপে বাকি চারটি ম্যাচই জিততে পারলে পাকিস্তানের পয়েন্ট হবে ১২। সেক্ষেত্রে সেমি-ফাইনালে যাওয়ার আশা থাকবে। কিন্তু তখনও অন্য ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। কারণ, অস্ট্রেলিয়া যদি বাকি ৪ ম্যাচ জেতে, তাহলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কার্যত সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের পয়েন্টও পাকিস্তানের দ্বিগুণ। ফলে এখন পাকিস্তানের মূল লড়াই অস্ট্রেলিয়ার সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে কুশল মেন্ডিসের দল। ফলে বাবরদের মাথাব্যথা বেড়েছে।

ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালের অঙ্ক জটিল

পাকিস্তান ও অস্ট্রেলিয়া যদি বাকি ম্যাচগুলিতে জয় পায়, তাহলে নিউজিল্যান্ডকে হারতে হবে। কারণ, কিউয়িদের সঙ্গে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি। তবে চলতি ওডিআই বিশ্বকাপে ভালো ফর্মে নিউজিল্যান্ড। ভারত ছাড়া কোনও দল গতবারের রানার্সদের হারাতে পারেনি। ফলে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পক্ষে জয় পাওয়া সহজ হবে না।

হারলে পরিস্থিতি জটিল হবে পাকিস্তানের

সেমি-ফাইনাল খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে বাকি ম্যাচগুলি জিততেই হবে। ৮ বা ১০ পয়েন্ট পেলে পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনালে যাওয়া সম্ভব হবে না। তখন দর্শক হিসেবেই থাকবে পাকিস্তান

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

England vs Sri Lanka: শ্রীলঙ্কার ঝাঁঝে ম্রিয়মান ব্রিটিশ সিংহ, গতবারের চ্যাম্পিয়নদের দর্পচূর্ণ

England Vs Sri Lanka: কী হচ্ছে বুঝে ওঠার আগেই রান আউট আদিল রশিদ, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন