Mohammed Shami: 'পাকিস্তানের কয়েকজন খেলোয়াড় আমার সাফল্য হজম করতে পারেনি,' খোঁচা শামির

Published : Nov 23, 2023, 01:24 AM ISTUpdated : Nov 23, 2023, 01:45 AM IST
Mohammed Shami

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে থাকতেই মাঠের বাইরে ভারত-পাকিস্তানের লড়াই শুরু হয়ে গিয়েছিল। আসরে নেমে পড়েন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। তবে তাতে পাকিস্তানের পারফরম্যান্সের উন্নতি হয়নি।

এবারের ওডিআই বিশ্বকাপ চলাকালীন ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বল বদলে দেওয়া, পিচ বদলে দেওয়া, ডিআরএস-এ কারচুপির মতো একের পর এক ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন সেসবের জবাব দেননি ভারতীয় ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তানিদের জবাব দিয়েছেন মহম্মদ শামি। এবারের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আমি জানি যে সত্যি কথা বললে তিক্ত মনে হতে পারে। কিন্তু আমি এত কিছুর পরেও যদি মুখ না খুলি, তাহলে সেটা ঠিক হবে না। আমি কাউকে হিংসা করি না। কেউ যজি অন্যদের সাফল্য উপভোগ করা শুরু করে, তাহলে সে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে।’

নাম না করে হাসান রাজাকে কটাক্ষ শামির

শামি আরও বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপের শুরুতে আমি খেলার সুযোগ পাচ্ছিলাম না। আমি যখন খেলার সুযোগ পেলাম, তখন ৫ উইকেট নিলাম। পরের ম্যাচে ৪ উইকেট পেলাম। তারপর আবার আবার ৫ উইকেট পেলাম। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড় সেটা হজম করতে পারেনি। ওরা মনে করে ওরাই সেরা। কিন্তু যে ঠিক সময়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারে সে-ই সেরা। ওরা অকারণে বিতর্ক তৈরি করছে। ওরা বলছে, আমরা আলাদা বল পাচ্ছি। ওদের শিক্ষা নেওয়া উচিত।’

 

 

ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেট শামির

এবারের ওডিআই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন শামি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে পিছনে ফেলে দিয়ে সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন শামিই। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি উইকেট পান। সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেন এই পেসার। ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অসাধারণ বোলিং করেন শামি। সেই কারণেই তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশের ভিত্তিহীন অভিযোগ মানতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Pakistan: মুখ পুড়িয়েও লজ্জা নেই, বিসিসিআই-এর বিরুদ্ধে ডিআরএস-এ কারচুপির অভিযোগ হাসান রাজার, ভাইরাল ভিডিও

India Vs Sri Lanka: ভারতের জয়ে কী জ্বালা! বুমরা-শামিদের নাকি আলাদা বল দিচ্ছে ICC, তাতেই সাফল্য, উদ্ভট অভিযোগ পাকিস্তানের

PREV
click me!

Recommended Stories

MI vs GG WPL 2026: দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই, চলতি মরশুমে প্রথম হারের মুখ দেখল গুজরাত
IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের