MS Dhoni: ওডিআই বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কী বলছেন ধোনি? ভাইরাল ভিডিও

২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য পাওয়া যায়নি। এবার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির।

সম্প্রতি নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। নতুন হেয়ারস্টাইল নিয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিং সেরে ফেললেন ধোনি। একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিজ্ঞাপনের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একটি স্টুডিওতে বিশ্বকাপ সংক্রান্ত আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে আছেন ধোনি। তাঁর সঙ্গে সঞ্চালক ছাড়াও আছেন একজন মহিলা ও একজন পুরুষ। শুরুতেই ধোনি বলেন, 'আপনাদের অনেক কিছু আলোচনা করার আছে।' এরপর সঞ্চালক বলেন, 'আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মহেন্দ্র সিং ধোনি। আপনাকে স্বাগত জানাই মাহি। আপনি ঠিক সময়ে এসেছেন। আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করব।' 

সঞ্চালককে থামিয়ে দিয়ে ধোনি বলেন, '(বিস্কুট ব্র্যান্ড) আর আমি বলছি, কোনও কথা বলবেন না। আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। আসন্ন বিশ্বকাপে ভারতের সুযোগ প্রসঙ্গে কিছু বলবেন না। য়ে বিষয়ে বেশি আলোচনা করা হয়, সেটার কী হয় জানেন তো?' পাশ থেকে পুরুষ অতিথি বলেন, 'নজর লেগে যায়।' এরপর ধোনি আবার সঞ্চালককে বলেন, 'আপনি এবার বুঝতে পেরেছেন কী করতে হবে।'

Latest Videos

 

 

এবার মহিলা অতিথি বলেন, 'মাহি, আমাদের দল গত বিশ্বকাপে তো সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল।' জবাবে ধোনি বলেন, 'তারপর কী হয়েছিল? এবার আমরা কোনওরকম ঝুঁকি নেব না। আমরা কিছুই বলব না। আমরা প্রথম ম্যাচ জিতলেও কিছু বলবেন না। ওদের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচ জিতলেও কিছু বলবেন না। ভারত ফাইনালে পৌঁছে গেলেও কিছু বলবেন না।' 

কথার মাঝখানে ধোনিকে থামানোর চেষ্টা করছিলেন সঞ্চালক। কিন্তু তাঁর কথায় কান দেননি ধোনি। তিনি কথা শেষ করতেই সঞ্চালক বলেন, ‘তাহলে আমরা কখন আলোচনা করব?’ তখন ধোনি বলেন, 'সবাই যেটা চাইছে (বিশ্বকাপ জয়) সেটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিছু বলা চলবে না। এটা মাথায় রাখতে হবে।'

রবিবার চেন্নাইয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। সম্প্রতি ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। কিন্তু সেই সিরিজে ২ দলই পরীক্ষা-নিরীক্ষা সেরে নিয়েছে। ফলে বিশ্বকাপের ম্যাচ অন্যরকম হবে। এরপর ১৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই। ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত। ফলে এবারও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

আরও পড়ুন-

Rohit Sharma: ২০১৯ বিশ্বকাপ ফাইনালে যুগ্মজয়ী ঘোষণা করা উচিত ছিল? কী জবাব রোহিতের? ভাইরাল ভিডিও

Rohit Sharma: 'যেখানেই যাচ্ছি সবাই বলছে বিশ্বকাপ জিততে হবে,' প্রত্যাশার চাপ কাটাতে মরিয়া রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia