এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের রানার্স নিউজিল্যান্ড। সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলেন টম ল্যাথাম, ট্রেন্ট বোল্টরা।
এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত শুধু ভারত ও নিউজিল্যান্ড। পরপর ৪ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে গতবারের রানার্স নিউজিল্যান্ড। বুধবার সহজেই আফগানিস্তানকে হারিয়ে দিলেন টম ল্যাথাম, উইল ইয়াংরা। ১৪৯ রানে জয় পেল কিউয়িরা। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তেমন লড়াই করতে পারলেন না রশিদ খানরা। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আফগানিস্তান। ফলে সেমি-ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেল হাশমাতুল্লাহ শাহিদির দল। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে বাকি সব ম্যাচেই জিততে হবে আফগানিস্তানকে। সেই আশা নেই বললেই চলে।
বুধবারের ম্যাচে ব্যাটে-বলে আফগানিস্তানকে টেক্কা দিল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক শাহিদি। ৬ উইকেটে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
এদিন নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন গ্লেন ফিলিপস। ৮০ বলে ৭১ রান করেন ফিলিপস। তাঁর ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। অধিনায়ক ল্যাথাম করেন ৬৮ রান। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ওপেনার উইল ইয়াং করেন ৫৪ রান। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার ডেভন কনওয়ে করেন ২০ রান। র্যাচিন রবীন্দ্র করেন ৩২ রান। ১ রান করেন ড্যারিল মিচেল। ২৫ রান করে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান। ৭ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার।
আফগানিস্তানের হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন নবীন-উল-হক। ৫৬ রান দিয়ে ২ উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ। ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন মুজিব-উর-রহমান।
বড় টার্গেট তাড়া করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি আফগানিস্তানের ব্যাটাররা। কেউই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৬ রান করেন রহমত শাহ। ওমরজাই করেন ২৭ রান। ১৯ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার ইকরাম আলিখিল। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ১১ রান। অপর ওপেনার ইব্রাহিম জর্দান করেন ১৪ রান।
নিউজিল্যান্ডের হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন ম্যাট হেনরি। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র।
আরও পড়ুন-
India Vs Pakistan: আমেদাবাদের দর্শকদের আচরণ নিয়ে অভিযোগ দায়ের পাকিস্তানের
India Vs Bangladesh: ৬ বার বিরাটের উইকেট পেয়েছেন, আত্মবিশ্বাসী শাকিব