India Vs Australia: রাজকোটে ওয়ার্নারদের ব্যাটিং ঝড়, ভারতের টার্গেট ৩৫৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। ফলে বুধবার তৃতীয় ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্যাচেও জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছে ভারত।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৫২ রান করল অস্ট্রেলিয়া। ভারতের বোলাররা কেউই খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৯৬ রান করেন ওপেনার মিচেল মার্শ। তাঁর ৮৪ বলের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রান করেন। তিনি ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মারেন। ভারতের মাটিতে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান ওয়ার্নার। ওডিআই বিশ্বকাপের আগেও তিনি দারুণ ফর্মে। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭৪ রান করেন স্টিভ স্মিথ। মার্নাস লাবুশেন করেন ৭২ রান। এর ফলেই বিশাল স্কোর করতে সক্ষম হল অস্ট্রেলিয়া। এই টার্গেট তাড়া করে জয় পেতে হলে ভারতের ব্যাটারদের পাল্টা দুর্দান্ত ইনিংস খেলতে হবে।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার ও মার্শ। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৮ রান। ওয়ার্নার আউট হয়ে যাওয়ার পর মার্শ ও স্মিথ মিলে অস্ট্রেলিয়ার রান টেনে নিয়ে যান ২১৫ পর্যন্ত। শেষদিকে অবশ্য অস্ট্রেলিয়ার ব্যাটাররা কেউই বড় রান করতে পারেননি। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি করেন ১১ রান। ৫ রান করেই আউট হয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। ৯ রান করেন ক্যামেরন গ্রিন। ১৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক প্যাট কামিন্স। ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক।

Latest Videos

ভারতের বোলারদের মধ্যে ৮১ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৬৮ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব।

এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল করা হয়েছে। ঈশান কিষান ও রবিচন্দ্রন অশ্বিনকে খেলার সুযোগ দেওয়া হয়নি। মহম্মদ সামি এই ম্যাচের দলে নেই। দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, কুলদীপ দলে ফিরেছেন। খেলার সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩৯৯ রান করেছিল ভারত। ফলে ৩৫৩ রানের টার্গেট কঠিন হলেও, রোহিত-বিরাটরা এই টার্গেট টপকে যেতে পারবেন বলে আশায় ভারতের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ফলে জয়ের আশায় ভারতীয় শিবির।

আরও পড়ুন-

Asian Games 2023: দেখুন ভিডিও, টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান নেপালের দীপেন্দ্র সিংয়ের

Asian Games : 'আমরা এখানে সোনা জিততেই এসেছিলাম', সোনা জিতে বললেন হরমনপ্রীত কউর

Asian Games 2023: বাংলার মেয়ে তিতাসের হাত ধরে মহিলা ক্রিকেটে ঐতিহাসিক সোনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী