সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচে সহজ জয় পেলেও, তৃতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। বুধবার আশাপ্রদ পারফরম্যান্স দেখাতে পারল না ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে বিশাল টার্গেট তাড়া করতে পারল না ভারতীয় দল। ৬৬ রানে জয় পেয়ে সিরিজে ব্যবধান কমাল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়াররা লড়াই করেও ভারতকে জেতাতে পারলেন না। ফলে সিরিজ হয়ে গেল ২-১। প্রথম ২ ম্যাচ জেতার সুবাদে সিরিজ আগেই দখল করেছিল ভারত। ফলে বুধবারের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কিন্তু তা বলে এই ম্যাচের গুরুত্ব মোটেই কম ছিল না। প্রথম ২ ম্যাচে না খেললেও, তৃতীয় ম্যাচে দলে ফেরেন রোহিত, বিরাট। কিন্তু তাঁরা ভারতকে এই ম্যাচ জেতাতে পারলেন না। এই হারকে অবশ্য খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতে বুধবারের হারের বদলা নেওয়াই রবীন্দ্র জাদেজা, কে এল রাহুলদের লক্ষ্য।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে অস্ট্রেলিয়া। সর্বাধিক ৯৬ রান করেন ওপেনার মিচেল মার্শ। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৫৬ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে স্টিভ স্মিথ করেন ৭৪ রান। মার্নাস লাবুশেন করেন ৭২ রান। অ্যালেক্স কেরি ১১ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৫ রান। ক্যামেরন গ্রিন করেন ৯ রান। ১৯ রান করে অপরাজিত থাকেন কামিন্স। ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক।
ভারতের হয়ে ৮১ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৬৮ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব।
৩৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা ভালোভাবেই করেন রোহিত ও ওয়াশিংটন সুন্দর। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৪ রান। রোহিত করেন ৮১ রান। তাঁর ৫৭ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। ওয়াশিংটন করেন ১৮ রান। বিশ্রাম নিয়ে দলে ফিরে ৫৬ রান করেন বিরাট। শ্রেয়াস করেন ৪৮ রান। কিন্তু এরপর আর কেউ বড় রান পাননি। রাহুল করেন ২৬ রান। সূর্যকুমার যাদব ৮ রান করেই আউট হয়ে যান। জাদেজা করেন ৩৫ রান। ২ রান করেন কুলদীপ। বুমরা করেন ৫ রান। সিরাজ করেন ১ রান। ০ রানে অপরাজিত থাকেন কৃষ্ণ। ২৮৬ রানে অলআউট হয়ে যায় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাক্সওয়েল। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন স্টার্ক। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন গ্রিন। ৬১ রান দিয়ে ১ উইকেট নেন তনভীর সাংঘা।
আরও পড়ুন-
South Africa : শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ, তৈরি হচ্ছে দক্ষিণ আফ্রিকা
Tamim Iqbal: বাংলাদেশের সংবাদমাধ্যমে ফিটনেস নিয়ে মিথ্যা রটানো হয়েছে, দাবি তামিমের
Asian Games 2023: দেখুন ভিডিও, টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান নেপালের দীপেন্দ্র সিংয়ের