Pakistan vs Netherlands: উচ্চাশা পূরণ হল না ডাচদের, প্রথম ম্যাচে সহজ জয় পাকিস্তানের

এবার ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে এসেছে নেদারল্যান্ডস দল। কিন্তু প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ধাক্কা খেল।

এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে নেদারল্যান্ডসের অলরাউন্ডার ব্যাস ডে লিডে বলেছিলেন, তাঁরা সেমি-ফাইনালে খেলতে চান। সেই কারণে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে খেলতে নামছেন। কিন্তু বাস্তবের সঙ্গে এই স্বপ্নের বিস্তর ফারাক। ক্রিকেট দুনিয়ার অন্যতম শক্তিশালী দল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলেও, জয়ের ধারেকাছে পৌঁছতে পারল না ডাচরা। অনায়াস জয় দিয়েই এবারের ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করলেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। প্রথম ম্যাচে ৮১ রানে জয় পেল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে গেল নেদারল্যান্ডস।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৩৮ রানের মধ্যে ৩ উইকেট চলে যায়। ওপেনার ফকর জামান করেন ১২ রান। অপর ওপেনার ইমাম-উল-হক করেন ১৫ রান। পাক অধিনায়ক বাবর করেন ৫ রান। তবে এরপর উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (৬৮) ও সৌদ শাকিলের (৬৮) দুর্দান্ত পার্টনারশিপের সুবাদে বড় স্কোরের দিকে এগিয়ে যায় পাকিস্তান। ইফতিকার আহমেদ ৯ রান করেই আউট হয়ে গেলেও, মহম্মদ নওয়াজ করেন ৩৯ রান। শাদাব খান করেন ৩২ রান। প্রথম বলেই আউট হয়ে যান হাসান আলি (০)। হ্যারিস রউফ করেন ১৬ রান। ১৩ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি। 

Latest Videos

নেদারল্যান্ডসের হয়ে ৬২ রান দিয়ে ৪ উইকেট নেন ডে লিডে। ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন কলিন অ্যাকারম্যান। 

রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং (৫২)। অপর ওপেনার ম্যাক্স ওডোড অবশ্য ৫ রান করেই আউট হয়ে যান। অ্যাকারম্যান করেন ১৭ রান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও সাফল্য পান ডে লিডে। এই অলরাউন্ডার করেন ৬৭ রান। তেজা নিদামানুরু করেন ৫ রান। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান ডাচ অধিনায়ক। শাকিব জুলফিকার করেন ১০ রান। ৪ রান করেন রোয়েলফ ভ্যান ডার মারউই। ২৮ রান করে অপরাজিত থাকেন লগ্যান ভ্যান বিক। ১ রান করেই আউট হয়ে যান আরিয়ান দত্ত। পল ভ্যান মিকিরিন করেন ৭ রান।

পাকিস্তানের হয়ে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যারিস। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। ১ উইকেট করে নেন শাহিন, ইফতিকার, নওয়াজ ও শাদাব।

আরও পড়ুন-

Shubman Gill: সুস্থ হয়ে উঠছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন শুবমান

Asian Games 2023: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে ছিটকে দিয়ে ভারতের সামনে আফগানিস্তান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?