United States Vs South Africa: বিফলে নাইট রাইডার্স তারকার লড়াই, আমেরিকার বিরুদ্ধে জয় দক্ষিণ আফ্রিকার

Published : Jun 20, 2024, 12:53 AM ISTUpdated : Jun 20, 2024, 01:18 AM IST
Andries Gous

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপে প্রতি ম্যাচেই চমক দিয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোনও একজন ক্রিকেটারের উপর নির্ভরশীল নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল।

আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০-তে খেলেছেন। এবার টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রিজ গাউস। তিনি ৪৭ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। তবে এই অসাধারণ ইনিংসের পরেও মার্কিন যুক্তরাষ্ট্রকে জেতাতে পারলেন না গাউস। ১৮ রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৯৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করেই থেমে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলেও, নজর কেড়ে নিল নাইট রাইডার্স তারকা গাউসের ব্যাটিং।

সুযোগ পেয়েই কাজে লাগালেন গাউস

মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনাঙ্ক প্যাটেল ফিট থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো খেলার সুযোগই পেতেন না গাউস। কিন্তু কাঁধের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারলেন না মনাঙ্ক। তাঁর পরিবর্তেই খেলার সুযোগ পান গাউস। তিনি এই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিলেন গাউস। এই ইনিংসের পর হয়তো তাঁকে আগামী আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যেতে পারে।

অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে ৪০ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ৩২ বলে ৪৬ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। ২২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন হেইনরিক ক্লাসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন সৌরভ নেত্রভলকর। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন হরমিত সিং। তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো পারফরম্যান্স দেখান। ২২ বলে ৩৮ রান করেন হরমিত। কিন্তু তারপরেও জয় পেল না মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Team India: খালি গায়ে বিচ ভলিবলে বিরাটরা, সুপার এইটের আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভাইরাল ভিডিও

Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতাতেও লজ্জা নেই! আমোদ-প্রমোদে ব্যস্ত বাবররা!

Babar Azam: ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়ছেন? কী সিদ্ধান্ত বাবর আজমের?

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?