T-20 World Cup: সুপার এইটের ম্যাচে নামার আগেও ভারতের সামনে কাঁটা সেই বৃষ্টি?

গ্রুপ পর্যায়ে ভারতের শেষ ম্যাচটি বৃষ্টির জন্যই ভেস্তে গেছিল। আর এবার বৃহস্পতিবার, রোহিত শর্মারা খেলতে নামবেন আফগানিস্তানের বিরুদ্ধে। সুপার এইটের সেই ম্যাচটি রয়েছে বার্বাডোজের ব্রিজটাউনে। সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গ্রুপ পর্যায়ে ভারতের শেষ ম্যাচটি বৃষ্টির জন্যই ভেস্তে গেছিল। সেই ম্যাচটি ছিল আমেরিকার ফ্লোরিডায় (Florida, USA)। আর এবার বৃহস্পতিবার, রোহিত শর্মারা (Rohit Sharma) খেলতে নামবেন আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে। সুপার এইটের সেই ম্যাচটি রয়েছে বার্বাডোজের (Barbados)ব্রিজটাউনে। সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার, ব্রিজটাউনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ২৫ শতাংশ। সেইসঙ্গে, সেখানকার তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা অনুভূত হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি। অন্যদিকে, আকাশ থাকবে মেঘলা এবং বৃষ্টি হলেও খুব একটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। কিন্তু ২৪ কিলোমিটার/ঘণ্টা গতিতে হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে।

Latest Videos

এদিকে ভারতীয় দলকে (Indian Cricket Team) চিন্তায় রাখছে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মাত্র পাঁচ রান করেছেন কোহলি। তাঁর মতো ব্যাটার রান না পেলে, গোটা দল যে সমস্যায় পড়বে সেই কথা বলাই বাহুল্য। কারণ, ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে ওপেন করছেন তিনি।

সবথেকে বড় বিষয় হল যে, বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়ছেন বিরাট। ওদিকে আফগান দলে আবার ফজলহক ফারুকির (Fazalhaq Farooqi) মতো বাঁহাতি পেসার রয়েছেন। যা বিরাট কোহলির জন্য বড় সমস্যার কারণ হতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল।

তারই মাঝে এবার প্রথম ম্যাচে নামার আগেই বৃষ্টির পূর্বাভাস। আগামী ২০ জুন বৃহস্পতিবার, ভারত তাদের সুপার এইটের প্রথম ম্যাচটি খেলতে নামবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিন্তু পুরোপুরি যে ম্যাচ ভেস্তে যাবে, এইরকম খবর অবশ্য আসছে না। তবে ২৫% বৃষ্টির সম্ভাবনাই চিন্তায় রাখছে আয়োজকদের। এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত কি হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee