Australia Vs Bangladesh: বারবার বৃষ্টিতে বন্ধ ম্যাচ, সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

Published : Jun 21, 2024, 10:39 AM ISTUpdated : Jun 21, 2024, 11:27 AM IST
Australia Win

সংক্ষিপ্ত

শনিবার টি-২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তার ঠিক আগে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেলেন শাকিব আল-হাসানরা। ফলে চাপে পড়ে গেল বাংলাদেশ।

চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে সহজেই বাংলাদেশকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। এরপর ব্যাটিং করতে নেমে ভালোভাবেই টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টির জন্য একাধিকবার বন্ধ হয়ে যায় খেলা। ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করার পর আর ব্যাটিং করতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য খেলা আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়াকে ২৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়াকে জেতালেন কামিন্স-ওয়ার্নার

দলগত শক্তির বিচারে অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই বাংলাদেশ। ফলে বিরাট অঘটন ছাড়া এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ই স্বাভাবিক ঘটনা ছিল। ঠিক সেটাই হয়েছে। কামিন্সের হ্যাটট্রিক, ডেভিড ওয়ার্নারের অপরাজিত অর্ধশতরান অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেয়। এদিন পরপর ৩ বলে মাহমুদুল্লাহ, মাহেদি হাসান ও তাওহিদ হৃদয়ের উইকেট নেন কামিন্স। তিনি ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ওপেন করতে নেমে ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ট্রেভিস হেড ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। মার্শ অবশ্য ৬ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান। ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের ব্যাটিং-বোলিং ব্যর্থতা

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪১) ও হৃদয় (৪০) ছাড়া আর কেউ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। বোলিংয়ের হাল আরও খারাপ। ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। আর কেউ উইকেট পাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং, এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক কামিন্সের

India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম

India Vs England: ২৫ জানুয়ারি ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচ, সূচি ঘোষণা বিসিসিআই-এর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে