Australia Vs India: সেন্ট লুসিয়ায় বৃষ্টি, ভেস্তে যাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ভারত-কানাডা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। সোমবার সুপার এইট পর্যায়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েও সংশয় তৈরি হয়েছে।

সোমবার টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ কি হবে? সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু সকাল থেকেই সেন্ট লুসিয়ায় বৃষ্টি শুরু হয়েছে। পিচ ঢেকে রাখা হয়েছে। কিন্তু এখানে সারা মাঠ ঢেকে রাখার ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি থামলেও আউটফিল্ড শুকনো করতে সময় লাগবে। ফলে ঠিক সময়ে ম্যাচ শুরু হবে কি না, সে ব্যাপারে সংশয় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসও রয়েছে। ফলে কতক্ষণে আবহাওয়ার উন্নতি হবে, সে ব্যাপারে সবাই সংশয়ে। বৃষ্টি না থামা পর্যন্ত মাঠকর্মীদের পক্ষেও কিছু করা সম্ভব নয়।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

Latest Videos

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ যদি না হয়, তাহলে অবশ্য ভারতীয় দলের কোনও সমস্যা নেই। ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে সরাসরি সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে ভারত। এক্ষেত্রে সমস্যায় পড়ে যাবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের। সেই ম্যাচে আফগানিস্তান জিতলে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। ফলে আফগানিস্তান শিবির চাইছে, সেন্ট লুসিয়ায় বৃষ্টি যেন দ্রুত না থামে। ভারতীয় শিবিরও বৃষ্টি হওয়ায় মোটেই অখুশি নয়।

কীভাবে সেমি-ফাইনালে পৌঁছতে পারে ভারত?

সুপার এইট গ্রুপ ১ থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াইয়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় ভারত। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলে তো কোনও চিন্তাই নেই, এমনকী হারের পরেও সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলেই ভারতের কোনও সমস্যা নেই। তবে ম্যাচ হলে জিতেই সেমি-ফাইনালে পৌঁছতে চান রোহিত শর্মারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC Men's T20 World Cup 2024: অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি-ফাইনালের লড়াই জমিয়ে দিল আফগানিস্তান, ভারতের আশঙ্কার কারণ আছে?

Bangladesh: এখনও সেমি-ফাইনাল খেলতে পারে! ভারতের সাহায্য পাওয়ার আশায় বাংলাদেশ

ICC Men's T20 World Cup 2024: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury