সংক্ষিপ্ত
এবারের টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতীয় দল সেমি-ফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে। সোমবার অস্ট্রেলিয়াকে হারালেই সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
বাংলাদেশ কি চলতি টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে? সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে গিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তাঁরা ২ ম্যাচ খেলে পয়েন্ট পাননি। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলে মাত্র ২ পয়েন্ট নিয়েই কি সেমি-ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ? অঙ্ক অনেক জটিল। শুধু নিজেরা জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। নিজেদেরও জিততে হবে অনেক হিসেব কষে। কারণ, পয়েন্টের পাশাপাশি রান রেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে বাংলাদেশের কাজ অত্যন্ত কঠিন। সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের আশা প্রায় নেই।
শেষ ম্যাচে ভারত ও বাংলাদেশ জিতলে কী হবে?
সুপার এইটের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ, তাহলে ৬ পয়েন্ট নিয়ে ভারতই গ্রুপের শীর্ষে থেকে সেমি-ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে বাকি ৩ দলই ২ পয়েন্টে থাকবে। তখন গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য দেখা হবে রান রেট। আফগানিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে থাকার জন্য বাংলাদেশকে ৩১ রানে জিততে হবে। একইসঙ্গে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারতে হবে। তাহলেই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকতে পারবে বাংলাদেশ।
শেষ ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জিতলে কী হবে?
সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জিতলে কিন্তু বাংলাদেশের কোনও লাভ হবে না। কারণ, সেক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট করে নিয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। তখন আর রান রেটের কোনও গুরুত্ব থাকবে না। গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল নির্ধারণের ক্ষেত্রে শুধু রান রেট দেখা হবে। ফলে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের পক্ষে সেমি-ফাইনাল খেলা সম্ভব নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Bangladesh: 'দলটা তো বাংলাদেশ, এত গুরুত্ব দেওয়ার কী আছে?' ফের শাকিবদের ধুয়ে দিলেন সেহবাগ
India Vs Bangladesh: লিটন দাস আউট হতেই নক-আউট পাঞ্চ, কী বললেন রোহিত শর্মা?