ICC Men's T20 World Cup 2024: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Published : Jun 24, 2024, 11:04 AM ISTUpdated : Jun 24, 2024, 11:37 AM IST
South Africa

সংক্ষিপ্ত

চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ ২ থেকে সেমি-ফাইনালের দুই দল ঠিক হয়ে গেল। তবে এখনও পর্যন্ত গ্রুপ ১ থেকে কোনও দলই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

সুপার এইট পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জন্য প্রোটিয়াদের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৭। ডাকওয়ার্থ-লুইস নিয়মে সংশোধিত টার্গেট হয় ১২৩। সহজেই সেই টার্গেট পূরণ করল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সুপার এইটে ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল প্রোটিয়ারা। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ছিটকে গেল অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। অপর এক আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সুপার এইটে কোনও ম্যাচেই জয় পেল না।

ব্যাটিং ব্যর্থতায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ

সোমবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্স করেন ৩৫ রান। রস্টন চেজ করেন ৫২ রান। এছাড়া অন্য কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন তাবরেজ শামসি। ১ উইকেট করে নেন মার্কো জ্যানসন, এইডেন মার্করাম, কেশব মহারাজ ও কাগিসো রাবাডা।

নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর ট্রিস্টান স্টাবস (২৯), হেইনরিক ক্লাসেন (২২) ও জ্যানসেনের (অপরাজিত ২১) লড়াইয়ের সুবাদে জয় পেল প্রোটিয়া শিবির। ১২ রান দিয়ে ৩ উইকেট নেন রস্টন চেজ। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Bangladesh: এখনও সেমি-ফাইনাল খেলতে পারে! ভারতের সাহায্য পাওয়ার আশায় বাংলাদেশ

India Vs Bangladesh: 'দলটা তো বাংলাদেশ, এত গুরুত্ব দেওয়ার কী আছে?' ফের শাকিবদের ধুয়ে দিলেন সেহবাগ

India Vs Bangladesh: 'বাঘবন্দি খেলা,' টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর বাংলাদেশকে ট্রোল পশ্চিমবঙ্গ পুলিশের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত