ICC Men's T20 World Cup 2024: উদারহস্ত বিসিসিআই, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা

১১ বছরের খরা কাটিয়ে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এবারের টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সাফল্যে উল্লসিত সারা দেশ।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিসিসিআই-এর কাছ থেকে ১২৫ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারতীয় দল। 'এক্স' হ্যান্ডলে এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি লিখেছেন, ‘আমার এই ঘোষণা করতে আনন্দ হচ্ছে যে পুরুষদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। দল সারা টুর্নামেন্টে ব্যতিক্রমী প্রতিভা, সাফল্যের জন্য অদম্য মানসিকতা ও ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়েছে। এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন।’ জয় শাহের এই ঘোষণায় ভারতীয় দলের সদস্যরা খুশি। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আইসিসি-র কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়া। এবার বিসিসিআই-ও মোটা অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল।

আইসিসি-র ৫ গুনেরও বেশি আর্থিক পুরস্কার বিসিসিআই-এর

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ব্যবস্থা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারতীয় দল পাচ্ছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২০.৪২ কোটি টাকা। এর সঙ্গে বোনাস হিসেবে আরও কিছু অর্থ পাচ্ছে ভারতীয় দল। তবে আইসিসি যে পুরস্কার ঘোষণা করেছে, তার ৫ গুণেরও বেশি আর্থিক পুরস্কার দিচ্ছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা দল পাচ্ছে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১০.৬৭ কোটি টাকা। এবারের টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার দিচ্ছে আইসিসি। তবে চ্যাম্পিয়ন দলকে বিসিসিআই যে পুরস্কার দিচ্ছে, তার ধারেকাছেও নেই আইসিসি-র দেওয়া আর্থিক পুরস্কার।

 

 

টি-২০ বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা দেশ

ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় সারা দেশে খুশির জোয়ার। বিভিন্ন মহল থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানানো হচ্ছে। বিসিসিআই কর্তারাও এই সাফল্যে খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টি২০ বিশ্বকাপ জিতে কত কোটি টাকা পেল টিম ইন্ডিয়া? এর আগে এত টাকা কখনও পায়নি ভারত!

T20 World Cup Final: ১৩ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিরাট কোহলির 'ডাবল'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report