সংক্ষিপ্ত
এবারের টি-২০ বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে এই দুই দলের লড়াই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করল।
টানটান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ১১ বছর পর ফের আইসিসি টুর্নামেন্ট জিতলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শনিবার বার্বাডোজে ভারতের নায়ক বিরাট, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। রান তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও হেইনরিক ক্লাসেনের অসাধারণ লড়াইয়ের সুবাদে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়ারা যে 'চোকার্স' সেটা ফের প্রমাণ হয়ে গেল। ৮ উইকেটে ১৬৯ রান করেই থেমে গেল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। বোলিং করতে যান হার্দিক। তিনি প্রথম বলেই ডেভিড মিলারের উইকেট নেন। পরের বলে বাউন্ডারি মারেন কাগিসো রাবাডা। তৃতীয় বলে বাই ১ রান হয়। চতুর্থ বলে লেগ বাই ১ রান হয়। পঞ্চম বল ওয়াইড হয়। পরের বলে আউট হয়ে যান রাবাডা। শেষ বলে ১ রান নেন অ্যানরিক নর্খিয়ে। ফলে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত।
অনবদ্য লড়াই বিরাট-অক্ষরের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৪ রানের মধ্যে রোহিত শর্মা (৯), ঋষভ পন্থ (০) ও সূর্যকুমার যাদবের (৩) উইকেট খুইয়ে বসে ভারত। সেই পরিস্থিতিতে বিরাটের ৫৯ বলে ৭৬ এবং অক্ষরের ৩১ বলে ৪৭ রান ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এই জুটিতে যোগ হয় ৭২ রান। বিরাট-অক্ষর এই লড়াই করতে না পারলে চ্যাম্পিয়ন হত না ভারত।
স্পিনারদের ব্যর্থতা ঢেকে দিলেন পেসাররা
টি-২০ বিশ্বকাপ ফাইনালে একেবারেই ভালো বোলিং করতে পারেননি অক্ষর ও কুলদীপ যাদব। তাঁদের জন্যই দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হার্দিক অসাধারণ বোলিং করে ভারতকে জেতালেন। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। ২০ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর। বিনা উইকেটে ৪৫ রান দেন কুলদীপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির
Virat Kohli: গম্ভীর-ধোনির স্মৃতি ফেরালেন বিরাট-অক্ষর, আসল ম্যাচেই জাত চেনালেন 'কিং কোহলি'
T20 World Cup Final: 'টি-২০ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা,' ৩ মাস আগেই দাবি আইসল্যান্ডের