ICC Men's T20 World Cup: কোন যুক্তিতে টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? নির্বাচকদের তোপ ক্রিকেটপ্রেমীদের

মঙ্গলবার টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দল নিয়ে প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের একাংশ একেবারেই খুশি নন। বিশেষ করে রিঙ্কু সিংয়ের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে।

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? চলতি আইপিএল-এর পারফরম্যান্স না আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স? কোন যুক্তিতে দল বাছাই করা হল, সেটা স্পষ্ট নয়। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংয়ের রিজার্ভ দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই দাবি করছেন, ১৫ জনের দলে জায়গা পাওয়া উচিত ছিল রিঙ্কুর। গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিলকেও রিজার্ভ দলে রাখা হয়েছে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় রিজার্ভ দলেও জায়গা পাননি। ভারতীয় দলে ব্যাটারের চেয়ে বোলারের সংখ্যাই বেশি। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের পিচে খেলা হবে, সেখানে এই দল কতটা সাফল্য পাবে, সেটা নিয়ে অনেকেই সংশয়ে।

হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্ন

Latest Videos

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ব্যাটার হিসেবে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশস্বী জয়সোয়াল। উইকেটকিপার হিসেবে আছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। অলরাউন্ডার হিসেবে আছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা। বোলার হিসেবে আছেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ভালো নয়। অথচ তাঁকেই সহ-অধিনায়ক করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ককে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। টি-২০ বিশ্বকাপে এই অলরাউন্ডার কতটা সফল হবেন, সে বিষয়ে অনেকেই সংশয়ে।

ভারতীয় দলে মাত্র ৩ পেসার কেন?

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে পেসার হিসেবে আছেন শুধু বুমরা, সিরাজ ও আর্শদীপ। তাঁদের সঙ্গে হার্দিক ও শিবম পেসার হিসেবে কাজ চালিয়ে দেবেন বলে আশায় নির্বাচকরা। কিন্তু চাহাল, কুলদীপ, অক্ষর ও জাডেজার মধ্যে কাদের খেলার সুযোগ দেওয়া হবে, সেটা স্পষ্ট নয়। ফলে দল নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে কেকেআর

IPL 2024: স্টোইনিসের দুর্দান্ত ইনিংস, মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় লখনউয়ের

New Zealand Cricket: টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ২ শিশুর!

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari