IPL 2024: স্টোইনিসের দুর্দান্ত ইনিংস, মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় লখনউয়ের

এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া।

Soumya Gangully | Published : Apr 30, 2024 5:41 PM IST / Updated: Apr 30 2024, 11:45 PM IST

মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে কে এল রাহুলের দল। অন্যদিকে, ফের হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকল মুম্বই। ১০ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছেন হার্দিক পান্ডিয়ারা। তাঁদের পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন কার্যত অসম্ভব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতোই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে মুম্বই। পাঞ্জাব কিংস, গুজরাট টাইটানসও প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়েছে। রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ এখন প্লে-অফের দৌড়ে এগিয়ে।

মুম্বইয়ের ব্যর্থতা অব্যাহত

Latest Videos

মঙ্গলবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রান করে মুম্বই। ওপেনার ঈশান কিষান করেন ৩২ রান। অপর ওপেনার রোহিত শর্মা মাত্র ৪ রান করেন। সূর্যকুমার যাদব করেন ১০ রান। তিলক ভার্মা করেন ৭ রান। প্রথম বলেই আউট হয়ে যান অধিনায়ক হার্দিক (০)। নেহাল ওয়াধেরা করেন ৪৬ রান। ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। মহম্মদ নবি করেন ১ রান। ১ রান করে অপরাজিত থাকেন জেরাল্ড কোটজি।

নির্বাচকদের জবাব দিতে ব্যর্থ রাহুল

টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি লখনউয়ের অধিনায়ক রাহুল। কিন্তু তিনি এদিন বড় স্কোর করে নির্বাচকদের জবাব দিতে পারলেন না। ওপেন করতে নেমে ২২ বলে ২৮ রান করেন এই তারকা ব্যাটার। প্রথম বলেই আউট হয়ে যান আর্শিন কুলকার্নি (০)। ৪৫ বলে ৬২ রান করেন মার্কাস স্টোইনিস। দীপক হুডা করেন ১৮ রান। ১৪ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। অ্যাশটন টার্নার করেন ৫ রান। আয়ূষ বাদোনি করেন ৬ রান। ১ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল পান্ডিয়া

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে কেকেআর

New Zealand Cricket: টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ২ শিশুর!

Virat Kohli: 'লোকের কথায় মাথা ঘামাই না, দলকে জেতানোই লক্ষ্য,' বার্তা বিরাটের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP