ক্রিকেট দুনিয়ায় নিউজিল্যান্ড বরাবরই ব্যতিক্রমী। একমাত্র এই দলেই সেই অর্থে কোনও তারকা ক্রিকেটার নেই। অথচ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছে নিউজিল্যান্ড।

সোমবার টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড। দলে তেমন কোনও চমক নেই। কিন্তু দল ঘোষণায় চমক দেখা গেল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কোনও কর্তা বা নির্বাচকরা দল ঘোষণা করেননি। তাঁদের পরিবর্তে দল ঘোষণা করল ২ শিশু। এর আগে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের দল ঘোষণার সময়ও এরকম চমক দেখা গিয়েছিল। ফের শিশুদের দিয়েই দল ঘোষণা করাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন। এর ফলে শিশুরা ক্রিকেটে আরও উৎসাহিত হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।

১৬ জনের দল ঘোষণা নিউজিল্যান্ডের

টি-২০ বিশ্বকাপের দলে সর্বাধিক ১৫ জনকে রাখার নিয়ম রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ১৫ জনের দলই ঘোষণা করা হয়েছে। তবে বেন সিয়ার্সকেও দলের সঙ্গে রাখা হচ্ছে। তিনি রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন। মূল দলে আছেন- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

Scroll to load tweet…

অভিনব উদ্যোগ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এর আগে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের এক জায়গায় নিয়ে আসা হয়। এবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার সময় শিশুদের নিয়ে এসে চমক দেওয়া হল। যে ২ শিশু দল ঘোষণা করল তাদের নাম ম্যাটিলডা ও অ্যাঙ্গাস। তারা পেশাদারদের মতো সাবলীলভাবে এসে নির্দিষ্ট আসনে বসে দল ঘোষণা করে। ক্রিকেটারদের নাম ঘোষণার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তাঁদের দলের নামও জানানো হয়েছে। ম্যাটিলডা ও অ্যাঙ্গাসের দল ঘোষণা দেখে সবাই খুশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: 'লোকের কথায় মাথা ঘামাই না, দলকে জেতানোই লক্ষ্য,' বার্তা বিরাটের

IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র

MS Dhoni: সামুরাই হেয়ারস্টাইল, অনুরাগীদের চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি