কোনওদিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারা দক্ষিণ আফ্রিকা কি এবার খেতাব জিততে পারবে? আইসল্যান্ড ক্রিকেট প্রবল আশাবাদী। টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে থাকতেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে বাজি ধরছে আইসল্যান্ড।
শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে গলা ফাটাচ্ছে আইসল্যান্ড ক্রিকেট। কুইন্টন ডি ককরা চ্যাম্পিয়ন হলে আইসল্যান্ড ক্রিকেটের ভবিষ্যদ্বাণী মিলে যাবে। প্রায় তিন মাস আগে আইসল্যান্ড ক্রিকেট দাবি করেছিল, এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা। সেই ভবিষ্যদ্বাণী প্রায় মিলে গিয়েছে। ভারতের মতোই অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে প্রোটিয়ারা। ভারতের চেয়ে বরং দক্ষিণ আফ্রিকা এগিয়ে। কারণ, গ্রুপে ভারত-কানাডা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দক্ষিণ আফ্রিকার কোনও ম্যাচই ভেস্তে যায়নি। গ্রুপে ৪ ম্যাচ, সুপার এইট পর্যায়ে ৩ ম্যাচ এবং সেমি-ফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন এইডেন মার্করাম, ডেভিড মিলাররা। ফলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে চ্যাম্পিয়ন হতেই পারে দক্ষিণ আফ্রিকা।
আইসল্যান্ড ক্রিকেটের ভবিষ্যদ্বাণী মিলবে?
এ বছরের ৪ এপ্রিল 'এক্স' হ্যান্ডলে ইংল্যান্ডের সমর্থকদের সংগঠন বার্মি আর্মি ২০২৪ সালে ক্রিকেট নিয়ে এমন কোনও ভবিষ্যদ্বাণী করতে বলে যা কেউ ভাবতেই পারছে না। তখনই আইসল্যান্ড ক্রিকেট ভবিষ্যদ্বাণী করে, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা। সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ীই এগিয়ে চলেছেন কাগিসো রাবাডা, মার্কো জ্যানসেনরা। এখন তাই আইসল্যান্ড ক্রিকেট জোরগলায় বলছে, ‘এপ্রিলে আমরা যখন বলেছিলাম, দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ জিতবে, তখন অনেকে হেসেছিল। ওরা এখনও হাসছে। কিন্তু সেই হাসির মধ্যেও স্নায়ুর চাপ দেখা যাচ্ছে।’
আইসল্যান্ড ক্রিকেটের ভবিষ্যদ্বাণী না মেলার আশায় ভারত
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, আইসল্যান্ড ক্রিকেটের ভবিষ্যদ্বাণী মিলবে না। ভারতীয় দল ১১ বছর পর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার মুখে। শনিবার রোহিত শর্মার হাতেই ট্রফি দেখতে চাইছেন সারা ভারতের ক্রিকেটপ্রেমীরা। দেশজুড়ে প্রার্থনা, যজ্ঞ চলছে। অনেকেই ভারতীয় দলের জয় কামনা করে পুজো দিচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T20 World Cup Final: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনাল? না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত?
Rohit Sharma: দলকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে তুলে চোখে জল রোহিতের, আবেগ ছুঁয়ে গেল বিরাটকেও