Rohit Sharma: দলকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে তুলে চোখে জল রোহিতের, আবেগ ছুঁয়ে গেল বিরাটকেও

জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই আবেগের। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় খেলা তো বিশেষ সম্মানের। সেই মঞ্চে জাতীয় দলকে সাফল্য এনে দিতে পেরে গর্বিত রোহিত শর্মা।

এক দশক পর টি-২০ বিশ্বকাপ ফাইনালে দল। ১১ বছর পর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এই বিশেষ মুহূর্তে আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে ফিরে কান্নায় ভেঙে পড়লেন ভারতের অধিনায়ক। তাঁর চোখে জল দেখে এগিয়ে গেলেন ওপেনিং পার্টনার বিরাট কোহলি। তিনি অধিনায়কের আবেগের প্রতি সম্মান প্রদর্শন করলেন। রবীন্দ্র জাজেডা-সহ অন্য সতীর্থরাও এগিয়ে গিয়ে রোহিতকে চোখের জল মুছে আনন্দ করতে বললেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ক্রিকেটপ্রেমীরাও এই ভিডিও দেখে আবেগ ধরে রাখতে পারছেন না।

অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্ট জিততে মরিয়া রোহিত

Latest Videos

রোহিতের নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ভারত। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি রোহিত ও বিরাট। ক্রিকেট মহলে আলোচনা চলছিল, তাঁদের আর এই ফর্ম্যাটে খেলার সুযোগ দেওয়া হবে না। কিন্তু টি-২০ দলে ফেরেন তাঁরা। এবারের টি-২০ বিশ্বকাপে বিরাট বড় রান করতে ব্যর্থ হলেও, ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত। তিনি সেমি-ফাইনালেও দলের সেরা ব্যাটার। সমালোচকদের মুখের মতো জবাব দিতে পেরেছেন। এইসব কারণেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন রোহিত।

 

 

বিরাটের পাশে রোহিত

এবারের টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচেই অর্ধশতরান করতে পারেননি বিরাট। তাঁর জন্যই ভারতের ওপেনিং জুটিতে বড় রান হচ্ছে না। তা সত্ত্বেও বিরাটের পাশে দাঁড়িয়েছেন রোহিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্যাটিং ওপেন করবেন বিরাট। এই ম্যাচে তাঁর কাছ থেকে বড় রানের আশায় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা, অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত

Virat Kohli: ফের ব্যর্থ হয়ে হতাশ বিরাট কোহলি, সান্ত্বনা দিলেন রাহুল দ্রাবিড়, ভাইরাল ভিডিও

Virat Kohli: বিরাট-ব্যর্থতার পালা অব্যাহত, টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালেও দ্রুত আউট তারকা ব্যাটার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News