Rohit Sharma: 'অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠছে,' রোহিতের প্রশংসায় শাহিদ আফ্রিদি

Published : Jul 01, 2024, 07:47 PM ISTUpdated : Jul 01, 2024, 08:07 PM IST
roshni

সংক্ষিপ্ত

বরাবরই চরম ভারত-বিরোধী হিসেবে পরিচিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে এবার স্বভাববিরুদ্ধভাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করছেন আফ্রিদি।

এবারের টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে মুগ্ধ শাহিদ আফ্রিদি। রোহিতের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। আফ্রিদি বলেছেন, ‘একজন নেতার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। নেতার শরীরি ভাষাই দলের শরীরি ভাষা হয়ে ওঠে। নেতাকে উদাহরণ হয়ে উঠতে হয়। তাকে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। রোহিত শর্মা সেই উদাহরণ হয়ে উঠেছে। রোহিতের খেলা ও খেলার ধরন দেখলেই সেটা বোঝা যায়। ভারতের লোয়ার-অর্ডারের ব্যাটাররা সবাই ব্যাটিং করতে যাওয়ার সময় আত্মবিশ্বাসী থাকে। কারণ, অধিনায়ক আগ্রাসী ও আক্রমণাত্মক খেলার ধরন পছন্দ করে। তাই আমি সবসময় বিশ্বাস করি, অধিনায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ধোনির নজির স্পর্শ রোহিতের

ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতলেন রোহিত। তিনি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ করলেন। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। ১৭ বছর পর তিনি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হলেন। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়লেন রোহিত

বাবরের নেতৃত্বে হতাশ আফ্রিদি?

এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপই টপকাতে পারেনি পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের কাছে হেরে গিয়েছেন বাবর আজমরা। পাকিস্তানের এই পারফরম্যান্সে হতাশ আফ্রিদি। তিনি সরাসরি না বললেও, নেতৃত্বে বদল আনার দাবি জানানোর ইঙ্গিত দিয়েছেন। আফ্রিদি বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যানের মাথায় এখন কী আছে আমি জানি না। কী বদল আনা হয়, সেটা দেখার অপেক্ষায় আছি আমি। ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। মূল সমস্যা চিহ্নিত করে সেই সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। ভাসা ভাসা কোনও সমাধানের কথা বললে হবে না। তবে আমি সবসময় দলের পাশে আছি। দলকে সমর্থন করে যাব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: 'সর্বকালের অন্যতম সেরা,' বিরাট কোহলির প্রশংসায় ওয়াসিম আক্রম

Team India: হারিকেন বেরিলে বিপর্যস্ত বার্বাডোজ, লাইনে দাঁড়িয়ে কাগজের পাতায় খেতে হচ্ছে বিরাটদের!

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি