India Women Vs South Africa Women: মহিলাদের ক্রিকেটেও পর্যদুস্ত দক্ষিণ আফ্রিকা, টেস্টে ১০ উইকেটে জয় ভারতের

Published : Jul 01, 2024, 04:56 PM ISTUpdated : Jul 01, 2024, 05:17 PM IST
India Women Cricket

সংক্ষিপ্ত

সম্প্রতি টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার মহিলাদের টেস্ট ম্যাচেও প্রোটিয়াদের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত।

চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয় পেল ভারত। সোমবার ম্যাচের চতুর্থ দিন জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের টার্গেট ছিল ৩৭। এই রান তুলতে কোনও সমস্যাই হয়নি ভারতের ওপেনার শুভা সতীশ ও শেফালি ভার্মার। ফলে সহজ জয় পেল ভারত। এর আগে ওডিআই সিরিজের ৩ ম্যাচেই জয় পায় ভারত। এবার ৩ ম্যাচের টি-২০ সিরিজ হবে। সেই সিরিজেও সব ম্যাচেই জয়ের লক্ষ্যে খেলতে নামবেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউররা। পরপর হেরে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারদের মনোবল তলানিতে। ফলে টি-২০ সিরিজেও ৩-০ জয় পেতেই পারে ভারত। এই সিরিজের সব ম্যাচ জিততে পারলে নতুন নজির গড়বেন ভারতের মহিলা ক্রিকেটাররা।

চিপকে বোলিংয়ে কামাল স্নেহ রানার

চিপকে এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংস ভারতের ৬ উইকেটে ৬০৩ রানের জবাবে মাত্র ২৬৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রান দিয়ে ৮ উইকেট নেন স্নেহ রানা। প্রোটিয়াদের ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। সেই সময় মনে হচ্ছিল ভারতীয় দল ইনিংসে জয় পেতে পারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শতরান করেন অধিনায়ক লরা উলভার্ডট (১২২) ও সুন লাস (১০৯)। ৩৭৩ রান করে দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসে ১১১ রান দিয়ে ২ উইকেট নেন স্নেহ। ম্যাচে ১০ উইকেট নেওয়ার সুবাদে তিনিই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

অসামান্য ব্যাটিং শেফালি-স্মৃতির

প্রথম ইনিংসে ২০৫ রান করেন ভারতের ওপেনার শেফালি। অপর ওপেনার স্মৃতি করেন ১৪৯ রান। রিচা ঘোষ করেন ৮৬ রান। হরমনপ্রীত করেন ৬৯ রান। জেমাইমা রডরিগেজ করেন ৫৫ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ দীনেশ কার্তিক

Team India: হারিকেন বেরিলে বিপর্যস্ত বার্বাডোজ, লাইনে দাঁড়িয়ে কাগজের পাতায় খেতে হচ্ছে বিরাটদের!

লন্ডন না মুম্বই? ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতার পর উচ্ছ্বসিত ইংল্যান্ডের রাজধানী

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত