IPL: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ দীনেশ কার্তিক

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর পরেই পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। তাঁকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে।

২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে সদ্য প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিককে। সোমবার তাঁর নাম ঘোষণা করল আরসিবি। এবারের আইপিএল-এ আরসিবি-র হয়ে খেলেছেন কার্তিক। এরপরেই তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তাঁর বয়স ৩৯ বছর। পেশাদার ক্রিকেট থেকে সরে গেলেও, এখনও যথেষ্ট ফিট কার্তিক। ফলে তাঁর পক্ষে মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়া সহজ। দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলেছেন কার্তিক। ফলে তাঁর অভিজ্ঞতা প্রচুর। আইপিএল-এ মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন কার্তিক।

কোচিংয়েও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী কার্তিক

Latest Videos

আরসিবি-র মেন্টর ও ব্যাটিং কোচ হওয়ার পর কার্তিক বলেছেন, ‘পেশাদার পর্যায়ে কোচিং আমার কাছে অবিশ্বাস্য উত্তেজনার বিষয়। আমি জীবনের নতুন অধ্যায়ের ব্যাপারে সত্যিই অত্যন্ত আবেগপ্রবণ। আশা করি খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা দলের উন্নতিতে কাজে লাগাতে পারব। আমি বিশ্বাস করি, ক্রিকেটে শুধু টেনিক্যাল দক্ষতাই সাফল্য এনে দেয় না। এর সঙ্গে বুদ্ধিমত্তা ও মানসিকতা দরকার। আমি ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করতে আগ্রহী। আমি আরসিবি-র সঙ্গে যুক্ত থাকব। এই ফ্র্যাঞ্চাইজি আরও শক্তিশালী হয়ে উঠবে।’

কার্তিককে নিয়ে আশাবাদী আরসিবি ম্যানেজমেন্ট

কার্তিকের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাত। তিনি বলেছেন, ‘ডি কে আমাদের কোচিং গ্রুপে যুক্ত হওয়ায় খুব ভালো হল। মাঠে ওকে দেখে সবসময়ই রোমাঞ্চ হয়। আমি নিশ্চিত, কোচ হিসেবেও একইরকম কার্যকর হবে ও। খেলোয়াড় হিসেবে ওর দীর্ঘদিন সক্রিয় থাকা এবং ট্র্যাক রেকর্ড দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দেয়। আমি নিশ্চিত, ও পেশাদার জীবনের নতুন অধ্যায়ে একইরকম দায়বদ্ধতা ও দক্ষতার পরিচয় দেবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Team India: হারিকেন বেরিলে বিপর্যস্ত বার্বাডোজ, লাইনে দাঁড়িয়ে কাগজের পাতায় খেতে হচ্ছে বিরাটদের!

Team India: গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ হচ্ছেন? কী জানালেন জয় শাহ?

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বাছল আইসিসি, কতজন ভারতীয় জায়গা পেলেন?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ