টি-২০ বিশ্বকাপ শেষ হলেও, এখনও ক্রিকেটপ্রেমীদের মনে এই টুর্নামেন্টের রেশ থেকে গিয়েছে। বার্বাডোজ থেকে ভারতীয় দলের দেশে ফেরার অপেক্ষায় অনুরাগীরা।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, তার আগের ম্যাচগুলিতে ভালো ব্যাটিং করতে না পারায় টি-২০ বিশ্বকাপের সেরা দলে জায়গা পেলেন না বিরাট কোহলি। সোমবার টি-২০ বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। ৪ দলের ১২ জন ক্রিকেটারকে এই দলে জায়গা দেওয়া হয়েছে। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেটারদেরই সেরা দলে আধিক্য। সেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। এছাড়া ভারত থেকে এই দলে আছেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ভালো পারফরম্যান্স দেখিয়েও সেরা দলে জায়গা পেলেন না ঋষভ পন্থ।
সেরা একাদশে দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার নেই!
এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত ভারতের মতোই অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যান কুইন্টন ডি ককরা। কিন্তু আইসিসি-র বেছে নেওয়া সেরা একাদশে দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটারই জায়গা পেলেন না। ওপেনার হিসেবে আছেন রোহিত ও আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ। ৪ নম্বরে সূর্যকুমার। ৫ নম্বরে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। ৬ নম্বরে হার্দিক। ৭ নম্বরে অক্ষর। ৮ নম্বরে আফগানিস্তানের রশিদ খান। ৯ নম্বরে বুমরা। ১০ নম্বরে আর্শদীপ এবং ১১ নম্বরে আফগানিস্তানের ফজলহক ফারুকি। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যানরিক নর্খিয়ে। এবারের টি-২০ বিশ্বকাপে ১৩.৪০ গড়ে ১৫ উইকেট নেন নর্খিয়ে। তাঁর ইকনমি রেট ৬-এর কম। তা সত্ত্বেও সেরা একাদশে জায়গা পেলেন না তিনি।
ধারাভাষ্যকরারা বাছলেন সেরা দল
টি-২০ বিশ্বকাপের সেরা দল বাছাই করার জন্য যে প্যানেল গঠন করে আইসিসি, সেখানে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, ইয়ান বিশপ, কাস নাইডু, আইসিসি জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট ওয়াসিম খান ছিলেন। তাঁরাই সেরা দল বেছে নিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: 'এর চেয়ে ভালো দিনের কথা স্বপ্নেও ভাবতে পারিনি,' সোশ্যাল মিডিয়া পোস্টে মন জয় বিরাটের
Virat Kohli: 'সর্বকালের অন্যতম সেরা,' বিরাট কোহলির প্রশংসায় ওয়াসিম আক্রম
T20 World Cup: হারিকেনের দাপটে বার্বাডোজেই আটকে, কবে দেশে ফিরবেন রোহিতরা?