Virat Kohli: 'এর চেয়ে ভালো দিনের কথা স্বপ্নেও ভাবতে পারিনি,' সোশ্যাল মিডিয়া পোস্টে মন জয় বিরাটের

ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর মাঠের বাইরেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন বিরাট কোহলি। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টও পারফরম্যান্সের মতোই সবার নজর কেড়ে নিয়েছে।

ভারতীয় দলকে ১১ বছর পর আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছেন। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টেও সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন বিরাট কোহলি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে স্বপ্নপূরণের কথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে বিরাট লিখেছেন, ‘এর চেয়ে ভালো কোনও দিনের কথা স্বপ্নেও ভাবতে পারিনি। ঈশ্বর মহান। আমি কৃতজ্ঞতায় মাথা নত করছি। আমরা শেষপর্যন্ত এটা করতে পারলাম। জয় হিন্দ।’ বিরাটের এই পোস্টে প্রথম প্রতিক্রিয়া ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিুয়রের। কোপা আমেরিকায় খেলার মাঝেই বিরাটের সাফল্যের দিকে নজর রেখেছেন ভিনিসিয়াস। তিনি হয়তো ক্রিকেট সেভাবে বোঝেন না। কিন্তু বিরাটের অসামান্য সাফল্যের কথা জানেন। দ্বিতীয় প্রতিক্রিয়া ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর। তিনি লিখেছেন, 'টি-২০ থেকে অবসরের শুভেচ্ছা ভি কে। তোমার এই সাফল্য অবশ্যই প্রাপ্য ছিল।' আরও অনেকেই বিরাটের এই পোস্টে নানা মন্তব্য করছেন। ইতিমধ্যেই বিরাটের এই পোস্ট লাইক করেছেন ১৮.৪ মিলিয়নেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এবং মন্তব্য করেছেন ৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক বিরাট

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত কোনও ম্যাচেই অর্ধশতরান করতে পারেননি বিরাট। বেশিরভাগ ম্যাচেই দ্রুত আউট হয়ে যান এই তারকা ব্যাটার। তবে তাঁর উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ওপেনিং পজিশন থেকে সরানো হয়নি বিরাটকে। ফাইনালে অসাধারণ ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টের এই আস্থার যোগ্য মর্যাদা দেন বিরাট। তিনি ফের বুঝিয়ে দেন, বড় খেলোয়াড়রা আসল ম্যাচেই সেরা পারফরম্যান্স দেখান।

 

 

চ্যাম্পিয়ন হয়ে অবসর বিরাটের

ভারতীয় দলকে ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করার পরেই এই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট। তবে তিনি আপাতত ওডিআই, টেস্টে খেলা চালিয়ে যাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: 'সর্বকালের অন্যতম সেরা,' বিরাট কোহলির প্রশংসায় ওয়াসিম আক্রম

Virat Kohli: ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির

T20 World Cup Final: ১৩ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিরাট কোহলির 'ডাবল'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari