Saurabh Nethravalkar: মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও ভারতীয় রীতি-নীতি পালন, মুগ্ধ করছেন সৌরভ নেত্রভলকর

এবারের টি-২০ বিশ্বকাপের আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভলকর। ভারতে থাকার সময় খুব বেশি খেলার সুযোগ পাননি। তাঁর নামও খুব বেশি লোক জানত না। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌরভ।

Soumya Gangully | Published : Jun 16, 2024 12:46 PM IST
17
আন্তর্জাতিক যোগ দিবসের আগে যোগাসন অনুশীলন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার সৌরভ নেত্রভলকরের

অনেকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও, ভারতীয় রীতি-নীতি ভোলেননি ক্রিকেটার সৌরভ নেত্রভলকর। তিনি নিয়মিত যোগাভ্যাস করেন।

27
সোশ্যাল মিডিয়ায় যোগাসনের ভিডিও শেয়ার করেছেন ক্রিকেটের নতুন তারকা সৌরভ নেত্রভলকর

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সৌরভ নেত্রভলকর। এই ভিডিওতে তাঁকে পদ্মাসন-সহ বিভিন্ন যোগাসন অনুশীলন করতে দেখা গিয়েছে।

37
সৌরভ নেত্রভলকরের অসাধারণ শারীরিক সক্ষমতার অন্যতম কারণ নিয়মিত যোগাভ্যাস

নিয়মিত যোগাসন অনুশীলন করেন সৌরভ নেত্রভলকর। এই কারণেই তিনি শারীরিকভাবে সক্ষম ও শক্তিশালী।

47
নিয়মিত ক্রিকেট অনুশীলনের পাশাপাশি যোগাসন করে চলেছেন সৌরভ নেত্রভলকর

মার্কিন যুক্তরাষ্ট্রের নামী সংস্থায় কাজ করার পাশাপাশি ক্রিকেট, যোগাসন চালিয়ে যাচ্ছেন সৌরভ নেত্রভলকর।

57
মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-২০ বিশ্বকাপে খেলার সময়ও অফিস থেকে ছুটি পাননি সৌরভ নেত্রভলকর

টি-২০ বিশ্বকাপে খেলার সময়ও অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন সৌরভ নেত্রভলকর। এমনই জানিয়েছেন তাঁর বোন নিধি নেত্রভলকর। তিনি জানিয়েছেন, ম্যাচ ও অনুশীলনের পর হোটেলের ঘরে বসে অফিসের কাজ করছেন এই ক্রিকেটার।

67
আরও অনেকের মতোই ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের অনুগামী সৌরভ নেত্রভলকর

মুম্বইয়ে থাকার সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন সৌরভ নেত্রভলকর।

77
অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্র্যাথের কাছ থেকেও পরামর্শ পেয়েছেন সৌরভ নেত্রভলকর

মুম্বইয়ে থাকার সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্র্যাথের সঙ্গেও দেখা হয়েছিল সৌরভ নেত্রভলকরের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos