সংক্ষিপ্ত

বেজে গেছে বিশ্বকাপের দামামা। আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর এই মেগা প্রতিযোগিতায় ভারতের ম্যাচ কবে কবে? আসুন দেখে নেওয়া যাক।

বেজে গেছে বিশ্বকাপের দামামা। আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর এই মেগা প্রতিযোগিতায় ভারতের ম্যাচ কবে কবে? আসুন দেখে নেওয়া যাক।

উল্লেখ্য, এই প্রথম টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ২০টি দল। মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। অর্থাৎ, প্রতিটি গ্রুপে রয়েছে ৫টি করে দল। সবকটি গ্রুপের প্রথম দুটি দল কোয়ালিফাই করবে সুপার এইটে।

অন্যদিকে, সুপার এইটে ওঠা ৮টি দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। অর্থাৎ, একেকটি গ্রুপে ৪টি করে দল থাকবে এবং তারা প্রত্যেকে ৩টি করে ম্যাচ খেলবে। তারপর সেখান থেকে সেরা ৪টি দল পৌঁছে যাবে সেমিফাইনালে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন শনিবার, বার্বাডোজে।

আর এই মেগা টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ-এ তে। সেইসঙ্গে, এই গ্রুপের অন্য দলগুলি হল কানাডা, আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে, অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। কিন্তু খেলা হবে আসলে ২২ গজে।

ভারতীয় ক্রিকেট দলের খেলা কবে কবে এবং কখন?

৫ জুন, বুধবারঃ ভারত বনাম আয়ারল্যান্ড, রাত ৮টা (নিউ ইয়র্ক)

৯ জুন, রবিবারঃ ভারত বনাম পাকিস্তান, রাত ৮টা (নিউ ইয়র্ক)

১২ জুন, বুধবারঃ ভারত বনাম আমেরিকা, রাত ৮টা (নিউ ইয়র্ক)

১৫ জুন, শনিবার, ভারত বনাম কানাডা, রাত ৮টা (ফ্লোরিডা)

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় সহ দলের বেশ কিছু ক্রিকেটার ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছেন। বিরাট কোহলি এখনও যাননি। তবে জানা যাচ্ছে, তিনি এই মাসের শেষেই সম্ভবত দলের সঙ্গে যোগ দেবেন।

রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শিবম দুবে, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং পৌঁছে গেছেন আমেরিকায়।

সবমিলিয়ে, টি-২০ বিশ্বকাপ ঘিরে যেন ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। ভালো ফলের আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।